মেয়রপ্রার্থী শাহাদাতের দল মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করেনা: রেজাউল
এবারের চট্টগ্রাম সিটি কর্পোরেশন(চসিক) নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে মেয়র পদপ্রার্থী হিসেবে প্রথমবারের মতো লড়ছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। সংক্ষিপ্ত আলাপচারিতায় বিজনেসটুডে২৪ এর মুখোমুখি হয়েছিলেন তিনি।
বিজনেসটুডে২৪: তৃণমূল পর্যায়ের রাজনীতিবিদ হিসেবে চট্টগ্রামের মেয়র পদে আপনি দলীয় মনোনয়ন পাওয়াতে অনেকেই বিস্মিত হয়েছিলেন, এক্ষেত্রে আপনার অভিমত কি?
রেজাউল করিমঃ আমি স্বভাবগতভাবেই প্রচারবিমুখ মানুষ। দলীয় হাইকমান্ড ও জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার অগাধ আনুগত্য ও আদর্শের প্রতি আমার আস্থা রয়েছে। আমি ১৯৬৬ সাল থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলাম, আমি কাজ করে গেছি নিরবে। কোন পদ-পদবীর জন্য দল করিনি। দলের ভালোর জন্যই সর্বদা কাজ করে গেছি। আমি হুট করে এবারই প্রথম মেয়র পদে মনোনয়ন চেয়েছি তেমন তো না। আমি ২০০১ সালে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে দলীয় মনোনয়নের আবেদন করেছিলাম। এছাড়া ২০১০ সালেও আমি চট্টগ্রামের মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলাম। তাই এবারের সিটি নির্বাচনে মেয়র পদে আমার দলীয় মনোনয়ন পাওয়াটা কোনভাবেই বিস্ময়কর বিষয় নয় বরং প্রত্যাশিত।
বিজনেসটুডে২৪ঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হলে কোন কোন সমস্যাগুলো নিরসনে অগ্রাধিকার দিবেন?
রেজাউল করিমঃ চট্টগ্রামের প্রধান সমস্যা অনেকগুলো। জলাবদ্ধতা, চিকিৎসাক্ষেত্র, রাস্তাঘাট সহ নানান সমস্যায় জর্জরিত এই নগরী। জলাবদ্ধতার জন্য চান্দগাঁও, মোহরা, বাকলিয়া, আগ্রাবাদ এলাকা পরিচিত। নগরীর যে সব এলাকায় জলাবদ্ধতার সমস্যা হয় সেসব এলাকায় কার্যকরী উদ্যাগ নেওয়া হবে। যে সমস্ত নালা নর্দমা ভরে গেছে সেগুলো পরিষ্কার করে ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করতে হবে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমি চট্টগ্রামের মেয়র নির্বাচিত হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১ টা ওয়ার্ডে হাসপাতাল নির্মাণের মাধ্যমে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবো, ইনশাআল্লাহ। যে সমস্ত নালা নর্দমা ভরে গেছে সেগুলো পরিষ্কার করে ড্রেনেজ ব্যবস্থা কার্যকর করতে হবে। এছাড়াও এখানে মশা, পরিবেশের সমস্যাসহ নানান সমস্যা রয়েছে। নগরীর এসব সমস্যাগুলো নিরসনের মাধ্যমে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করবো,ইনশাআল্লাহ।
বিজনেসটুডে২৪ঃ নির্বাচনী প্রচার-প্রচারণায় সাংগঠনিকভাবে নেতৃবৃন্দের সহযোগিতা পাচ্ছেন কিনা?
রেজাউল করিমঃ যেহেতু দলীয় মনোনয়ন তাই এটা দলীয় কর্মকান্ড। দলীয় মনোনয়নের প্রার্থীর পক্ষে দলের সকল নেতাকর্মীকে কাজ করতে হবেই, দলের বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ নেই। আমার নির্বাচনী প্রচার-প্রাচারণায় সাবেক মেয়র নাছির সাহেবসহ সংগঠনের নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন।
বিজনেসটুডে২৪ঃ আপনার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সম্পর্কে আপনার মূল্যায়ন কি?
রেজাউল করিমঃ উনি উনার দলের নীতি-আদর্শকেই ধারণ করেন। উনার দল তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না। এই সংগঠন রাজাকারকে মন্ত্রী করেছিল। এই সংগঠনের নেতা বঙ্গবন্ধুকে হত্যার সাথে জড়িত ছিল। তাই উনার দলের নেতার যা আদর্শ উনি তো তাই ধারন করবে।