বিজনেসটুডে২৪ ডেস্ক
হুথি বিদ্রোহীদের হাত থেকে সংযুক্ত আরব আমিরাতকে বাঁচাতে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অত্যাধুনিক যুদ্ধ বিমান পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে এটা জানানো হয়।গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা সচিব লিয়ড অস্টিনের সঙ্গে ফোনে আবু ধাবির যুবরাজ প্রিন্স মহম্মদ বিন জায়েদ অল নাহইয়ানের কথা হয়। এরপরেই আমেরিকার এ উদ্যোগ । বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতকে আমরা হুথি বিদ্রোহীদের কবল থেকে রক্ষা করতে চাই।
আমেরিকার গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস কোল আমিরাতের নৌবাহিনীকে সাহায্য করবে। আমিরাত যাতে আগেভাগেই ক্ষেপণাস্ত্র থেকে সাবধান হতে পারে, সেজন্য বিশেষ প্রযুক্তিও পাঠাবে আমেরিকা। গত ১৭ জানুয়ারি আবু ধাবির তৈল শোধনাগারে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় হাউথিরা।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে বার বার মিসাইল হামলা চালিয়েছে। গত কয়েক বছর হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে আরব আমিরাত।
ইয়েমেনে জায়ান্ট ব্রিগেডস মিলিশিয়া নামে এক সংগঠনকে অস্ত্রশস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছে আমিরাত। জায়ান্টস ব্রিগেডের কাছে বেশ কয়েকবার পরাজিত হয়েছে হুথিরা। তারপরেই তারা আমিরশাহিতে ক্ষেপণাস্ত্র ছুড়তে শুরু করে। জানুয়ারির শুরুতে লোহিত সাগরে আমিরাতের একটি জাহাজ আটক করে হুথিরা। তাদের অভিযোগ, ওই জাহাজে অস্ত্রশস্ত্র পাচার করা হচ্ছিল। আমিরশাহি এই অভিযোগ অস্বীকার করেছে।
২০১৪ সালে বিদ্রোহীরা ইয়েমেনের সানা অঞ্চল দখল করে। তারপরে ওই দেশে গৃহযুদ্ধ শুরু হয়।