Home First Lead আমিরাত প্রেসিডেন্টকে রাষ্ট্রপতির অভিনন্দন

আমিরাত প্রেসিডেন্টকে রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ বলেন, নতুন প্রেসিডেন্টের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার এবং তা বিভিন্ন ক্ষেত্রে আরও সম্প্রসারিত হবে।

তাঁর নতুন নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত অগ্রগতির দিকে এগিয়ে যাবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।