Home বিনোদন আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন

আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন

আমির খান। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক:

প্রায়ই শিরোনামে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান । অভিনেতার পেশাদার জীবন, সিনেমার বিভিন্ন আপডেট নিয়ে অনেক আলোচনা হয়। কিন্তু এবার আমির খানের শিরোনামে আসার কারণ তার পেশাদার জীবন নয়, বরং তার ব্যক্তিগত জীবন। সম্প্রতি কিছু গুঞ্জন শোনা যাচ্ছে, আমির খান বর্তমানে একটি নতুন সম্পর্কের মধ্যে রয়েছেন।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে আমির খানের রহস্যময়ী নারী সম্পর্কে খবর ছড়িয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর এক লাস্যময়ীর প্রেমে পড়েছেন আমির। এতটাই নাকি সিরিয়াস এই সম্পর্ক নিয়ে যে সম্প্রতি পরিবারের সঙ্গে পরিচয়ও করিয়ে ফেলেছেন মনের মানুষকে। যদিও আমিরের গোপনীয়তার স্বার্থে সেই নারীর পরিচয় খোলসা করা হয়নি। তবে বেঙ্গালুরুর সেই রহস্যময়ী নারীকে যে আমিরের পরিবারের সদস্যদের বেশ মনে ধরেছে, সেই খবর নিশ্চিত করা হয়েছে বলিউড মাধ্যম সূত্রে। অতঃপর সেই নারীর সঙ্গে আমিরের জীবনের নতুন ইনিংস শুরু করা এখন শুধু অপেক্ষা।

আমির খানের  ব্যক্তিগত জীবনের এই নতুন গুঞ্জন নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে উত্তেজনা তৈরি হয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন এই রহস্যময়ী নারী কে? অন্যদিকে আমির খানের পেশাগত জীবনেও অনেক কিছু চলছে। বর্তমানে তিনি ব্যস্ত তার ছেলে জুনায়েদ খানের ছবি ‘লাভিয়াপা’-এর প্রচারে। এ সময়ে আমির খানকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কথাবার্তা বলতে দেখা যাচ্ছে।

আমির খানের ব্যক্তিগত জীবন একটু জটিল। তিনি তার জীবনে দুটি বিয়ে করেছেন। প্রথমে তিনি রীনা দত্তের সঙ্গে বিয়ে করেছিলেন। এই বিয়ে থেকে তার দুটি সন্তান রয়েছে জুনায়েদ এবং আয়রা। পরে আমির খানের দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাওয়ের সঙ্গে। এই সম্পর্ক থেকে তাদের ছেলে আজাদ জন্মগ্রহণ করেন। তবে আফসোসের বিষয় উভয় বিয়ে শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকে চলে গিয়েছিল।

২০০৫ সালের ২৮ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন বলি মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও পরিচালক কিরণ রাও। ২০১১ সালে সারোগেটের মাধ্যমে আজাদকে স্বাগত জানান এ দম্পতি। ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২১ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন আমির খান ও কিরণ রাও। বিবাহবিচ্ছেদের পর থেকেই ছেলে আজাদ রাও খানের কো-প্যারেন্টিং করছেন আমির ও কিরণ রাও।

বিচ্ছেদের এতদিন পরও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন আমির খান। প্রথম স্ত্রী রিনা দত্ত হোক কিংবা দ্বিতীয় স্ত্রী কিরণ রাও- দুই প্রাক্তনের ক্ষেত্রেই বন্ধুত্ব অটুট। শুধু তাই নয়, নিয়ম করে তাদের দুইজনের সঙ্গে সপ্তাহে দুইদিন দেখাও করেন।