বিজনেসটুডে২৪ ডেস্ক: ৬০ বছরের জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের প্রেমিকা গৌরীর পরিচয় করিয়ে দিলেন আমির খান। নিজের প্রাক-জন্মদিনের অনুষ্ঠানে আনির জানালেন, গত দেড় বছর ধরে তাঁরা সম্পর্কে রয়েছেন।
গত কয়েক মাস ধরেই বেঙ্গালুরু নিবাসী এই মহিলার সঙ্গে আমিরের সম্পর্কের জল্পনা চলছিল। আমির জানান, তাঁরই প্রযোজনা সংস্থাতে কাজ করেন গৌরী। ছ’বছরের একটি ছেলেও আছে তাঁর। দীর্ঘ ২৫ বছর ধরে গৌরীর সঙ্গে যোগাযোগ আমিরের। কিন্তু একে অপরের প্রেমে পড়েছেন বছর দেড়েক আগে।
গৌরীর সঙ্গে গত দেড় বছর ধরে লিভ-ইন করছেন তিনি। তামিল ও আইরিশ বংশোদ্ভূত গৌরীর একটি ছ’বছরের ছেলে রয়েছে। প্রসঙ্গত, গৌরীর একটি বেশ বড়সড় সাঁলো রয়েছে।
মজা করে আমির সংবাদমাধ্যমকে জানান, কীভাবে গৌরীর পরিচয় সংবাদমাধ্যম ও সমাজমাধ্যমের থেকে আড়ালে রেখেছিলেন তিনি। আমিরের কথায়, “গৌরী বেঙ্গালুরুর বাড়িতে যখন যেতাম, চুপচাপ চলে যেতাম। কাউকে কিছু না জানিয়ে। স্বভাবতই বেঙ্গালুরুর বিমানবন্দরে অত ভিড়-টিড় হয় না।” আর গৌরী যখন মুম্বইতে আমিরের বাড়িতে আসতেন, তখন? তারকার সহাস্যে জবাব, “আরে, সংবাদমাধ্যমের নজর থাকে তো অন্য খানদের বাড়ির দিকে। আমার বাড়ির দিকে খুব একটা মাড়ায় না তারা। অগত্যা সেটাও টের পাওয়া যেত না।” এরপরেই চোখ টিপে, মুচকি হেসে আমিরের জবাব, “কি, সংবাদমাধ্যমকেও এই সময়ে দাঁড়িয়ে ফাঁকি দিতে পারলাম তো? হুঁ, হুঁ বাওয়া।”
আর বিয়ে? গৌরীকে কবে বিয়ে করবেন আমির? “আমার দু’দুবার বিয়ে হয়ে গিয়েছে আগে। তাছাড়া, ৬০ বছর বয়স হয়ে গেল আমার। এই বয়সে ফের বিয়ে করাটা একটু চাপের। আমি এখন বিয়ে করলেও সেটা খুব একটা শোভনীয় হবে কি? তবে…দেখা যাক। গৌরী আর আমার সম্পর্কটা খুব সুন্দর। পরস্পরের প্রতি ভালবাসায় ডুবে রয়েছি আমরা। এটাও বলার, গৌরী কাছে থাকলে শান্ত থাকি।”
চলতি বছরের গোড়ার দিকে একবার রটে গিয়েছিল যে আমির নাকি এক রহস্যময়ী নারীর সঙ্গে প্রেম করছেন। যদিও তখন জানা যায়নি কে তিনি। এবার জন্মদিনের ঠিক মুখেই প্রেমিকার পরিচয় প্রকাশ্যে আনলেন মিস্টার পারফেকশনিস্ট। তিনি নাকি ইতিমধ্যেই পরিবার ছাড়া প্রেমিকার সঙ্গে আলাপ করিয়েছেন দুই ঘনিষ্ট বন্ধু শাহরুখ খান এবং সলমন খানের সঙ্গে।
১৪ মার্চ জন্মদিন আমির খানের। তাঁকে শেষবার লাল সিং চাড্ডা ছবিতে দেখা গিয়েছিল।