বিজনেসটুডে২৪ ডেস্ক: রিনা দত্তের সাথে ব্রেকআপের পর প্রায় ৩ বছর শোকে ভুগেছিলেন বলিউড অভিনেতা আমির খান। এ সময়ে অবসাদে দেড় বছর মদ পান করেছিলেন, যদিও এর আগে কখনও তিনি মদ ছুঁয়েও দেখেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।
অভিনেতা কেরিয়ারের একেবারে প্রথম দিকে ১৯৮৬ সালে খুব কাছের মানুষদের নিয়ে অনুষ্ঠান করে রিনা দত্তকে বিয়ে করেছিলেন। ১৬ বছর একসঙ্গে কাটানোর পর, ২০০২ সালে তাঁদের ডিভোর্স হয়। সম্প্রতি ওই সাক্ষাৎকারে বিচ্ছেদের পরের যন্ত্রণার দিনগুলোর কথা ভাগ করলেন আমির। মাথা তুলে দাঁড়াতে তাঁর বছর তিনেক সময় লেগেছিল। অবসাদে টানা দেড় বছর মদ্যপান করেছিলেন বলেও জানান অভিনেতা। একটা সময় যে মানুষটা মদ ছুঁয়েও দেখতেন না, ডিভোর্সের পর থেকে তিনি প্রতিদিন এক বোতল করে মদ্যপান করা শুরু করেন।
আমির খান ইন্সট্যান্ট বলিউডে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘যখন রিনা আর আমার ব্রেকআপ হয়, তখন প্রায় ২-৩ বছর আমি শোকে ডুবেছিলাম। আমি কাজ করতে পারতাম না। কোনও স্ক্রিপ্টও শুনতাম না। বাড়িতে একা থাকতাম এবং প্রায় দেড় বছর ধরে প্রচুর মদ্যপান করেছি। জানলে অবাক হবেন আমি এর আগে কখনও মদ ছুঁয়েও দেখতাম না। তবে বিচ্ছেদের পর, আমি কী করব বুঝতে না পেরে এগুলো করতাম।’