বিজনেসটুডে২৪ ডেস্ক
বিদ্যুৎ সংকট! বিল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে আমেরিকার ২০ মিলিয়ন মানুষকে, সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। যেখানে দেখা যাচ্ছে, কোভিড মহামারীর পরবর্তী সময়ে বিদ্যুতের বিল একলাফে বেড়েছে অনেকটাই। আর সেই কারণে সেই বিল মেটাতে গিয়ে আমেরিকার প্রায় দুই কোটি মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এর ফলে বিভিন্ন ধরনের স্কিম সামনে আনা হচ্ছে। বিস্তারিত–
অর্থনৈতিক দিক থেকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ আমেরিকা। কিন্তু, সেই দেশেই ২০ মিলিয়ন মানুষ বিদ্যুৎ খরচ বহন করতে সমস্যায় পড়ছে! সম্প্রতি Bloomberg-এর রিপোর্ট জানাচ্ছে এই তথ্য। অর্থাৎ প্রতি ছয়টি পরিবারের মধ্যে একটি পরিবার বিদ্যুৎ খরচ বহনে আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছে। কোভিড মহামারীর আগে তাঁরা যা বিদ্যুৎ বিল দিতেন তা এখনও দ্বিগুণ হয়ে গিয়েছে। বিদ্যুতের বকেয়া বিল বাড়ায় পরিষেবা বিচ্ছিন্নও করে দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে।
গত বছর বিদ্যুতের খরচ বাড়ানো হয় ১৫ শতাংশ এবং সেই খরচ কমার কোনও লক্ষণ নেই। কারণ গত বছর প্রাকৃতিক গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। Rapidan Energy Group-এর পক্ষ থেকে Alex Munton বলেন, “প্রাকৃতির গ্যাস নিয়ে রীতিমতো সংকটের পরিস্থিতি। দাম বেড়েছে উল্লেখযোগ্যভাবে।” পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবও গ্যাসের দামের উপর পড়েছে। আগামী বছরেও এই দাম কমার সেভাবে কোনও সম্ভাবনা নেই। ফলে বিদ্যুতের দাম আপাতত কমবে না US-এ, এমনটাই মতামত ওয়াকিবহাল মহলের।জলবায়ু পরিবর্তনের প্রভাব…পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধি নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। বারংবার এই নিয়ে বিশ্ববাসীকে সতর্ক করা হয়েছে। কিন্তু, জলবায়ু পরিবর্তন এবং তার প্রভাব আজকের দিনের অন্যতম বড় সত্যি। জলবায়ু পরিবর্তনের জন্য রূপ বদল হয়েছে প্রকৃতিরও। বাড়ছে তাপমাত্রা। AC ছাড়া থাকা একপ্রকার অসম্ভব হয়ে পড়ছে। তাপপ্রবাহে মৃত্যু বাড়ছে। সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতিতে বিদ্যুৎ আরও বেশি প্রয়োজনীয় হয়ে উঠছে এবং তা আরও বেশি ব্যয়বহুলও হচ্ছে।
দ্য ন্যাশনাল এনার্জি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাসোসিয়েশনের এগজিকিউটিভ ডিরেক্টর পার্ক উলফ বলেন, বহু মানুষের জন্য ইলেকট্রিক বিলের খরচ বহন করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। বিদ্যুৎ খাতে সরকারকে অতিরিক্ত অর্থ বরাদ্দ করার কথা বলা হচ্ছে। জানা যাচ্ছে, বিল দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিকল্পনা আনা হয়েছে যাতে ধাপে ধাপে বিল মেটানো যায়। অনেকে গ্রাহকই এই পরিষেবা পেতে আবেদন করছেন। সেক্ষেত্রে তাঁদের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা হচ্ছে না। US-এ একাধিক এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে বিদ্যুৎ বিল ধাপে ধাপে দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে গ্রাহকদের পক্ষ থেকে।