Home আন্তর্জাতিক আমেরিকায় ঔষধের ওভারডোজে ৮১ হাজার প্রাণহানি

আমেরিকায় ঔষধের ওভারডোজে ৮১ হাজার প্রাণহানি

কোভিড মহামারীর আরও একটি মারাত্মক বিপদ সামনে এল। ওষুধের ওভারডোজে মৃত্যু বাড়ছে সাধারণ মানুষের। আমেরিকার একটি সরকারি রিপোর্ট এমনটাই বলছে। তারা আরও বলেছে, প্যানডেমিকের থাবা যতই বিপজ্জনক হোক অন্যান্য সবরকম জরুরি মেডিক্যাল পরিষেবা চালু রাখতেই হবে সাধারণ মানুষের জন্য। নইলে এই রকম মৃত্যু আরও ঘটতে থাকবে।

তথ্য বলছে, এ বছর মে থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত ৮১ হাজারেরও বেশি মৃত্যু নথিভুক্ত হয়েছে আমেরিকায়, যেগুলি সবই ওষুধের ওভারডোজের ফলে ঘটেছে। এ সংখ্যা রীতিমতো রেকর্ড গড়েছে আমেরিকায়, বলছে সিডিসি। পাশাপাশিই সিডিসি-র পর্যবেক্ষণ, মহামারীর প্রকোপ যত বেড়েছে, অন্য অসুখের ওষুধ বেশি পরিমাণে খেয়ে ফেলে মৃত্যুর পরিমাণও ততই বেড়েছে।

এর কারণ কী?

সিডিসির ডিরেক্টর রবার্ট রেডফিল্ড জানিয়েছেন, কোভিডের কারণে মানুষের নিত্যযাপনে এক আমূল পরিবর্ত এসেছে। প্রচুর ডিজঅর্ডারের মুখোমুখি হয়েছে মানুষ। ফলে বেড়েছে শারীরিক সমস্যা এবং অসুখবিসুখও। তার পরিষেবা অনেকেই ঠিকমতো পাননি, অনেকেই হাসপাতালে যাওয়ার ভরসা করতে না পেরে নিজেই ঠিক করেছেন চিকিতসা। এসব ক্ষেত্রে বড় ক্ষতি হয়ে গেছে মানুষের।

তাঁর কথায়, “মহামারী খতম করতে আমরা লড়ে চলেছি সর্বস্ব দিয়ে। কিন্তু অন্যান্য অসুখের দিকেও সমান গুরুত্ব না দিলে চলবে না। মহামারীর কারণে নিজেদের অজান্তেই যে সব সমস্যায় পড়ছে মানুষ, সেগুলিও দেখতে হবে। তা নাহলে এই পরিস্থিতি এড়ানো যাবে না।”

জানা গেছে, কর্পোরেট ওষুধ বিক্রেতা সংস্থা পার্ডু ফার্মার বিরুদ্ধে ইতিমধ্য়েই মামলা রুজু হয়েছে একটি বিশেষ ওষুধের অতিরিক্ত বিক্রির জন্য। এই ওষুধটির ওভারডোজ ১৯৯৯ থেকে আমেরিকার ৫ লক্ষেরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছে।-দি ওয়াল