বিজনেসটুডে২৪ ডেস্ক
আমেরিকার ঘরে ঘরে বন্দুক থাকে, তা নতুন কিছু নয়। আত্মরক্ষার্থে প্রত্যেকেরই বন্দুকের লাইসেন্স থাকে সেখানে। ছোটদের হাতেও এভাবে পিস্তল তুলে দেওয়ার জন্য ডব্লুইই১ ট্যাক্টিকাল নামে একটি প্রতিষ্ঠান পিস্তল বানাচ্ছে। ছোটদের হাতে তুলে দেয়ার জন্য পিস্তলের নকশা তৈরি করা হয়েছে। সেমি অটোমেটিক এই পিস্তল কাজ করবে আর পাঁচটা বড়দের বন্দুকের মতোই। অর্থাৎ যেকোনও মুহূর্তে অসাবধানতায় মৃত্যু ।
ডব্লুইই১ ট্যাক্টিকাল জানাচ্ছে, তাদের তৈরি এই পিস্তল বাকিদের চেয়ে আলাদা। কারণ এতে এমন বৈশিষ্ট্য থাকছে যার দ্বারা বড়রা ছোটদের সহজেই শিখিয়ে দিতে পারবে কীভাবে পিস্তল চালাতে হয়। পিস্তল তৈরির এই সংস্থার ট্যাগলাইন ‘মা-বাবার বন্দুকের মতোই দেখতে ও কাজের’।
ছোটদের হাতে এভাবে পিস্তল তুলে দেওয়া নিয়ে চিন্তায় আমেরিকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন। আমেরিকায় পিস্তলের সহজলভ্যতাকে ঘিরে আন্তর্জাতিক স্তরে চর্চা কম নয়। প্রায়ই সেখানে পিস্তলের মাধ্যমে মারাত্মক অপরাধ কিংবা দুর্ঘটনার কথা শোনা যায়। মাত্র কিছুদিন আগেই একটি ঘটনায় দেখা গিয়েছিল রাতের অন্ধকারে দুষ্কৃতী ভেবে গুলি চালিয়ে দেওয়ার পর বাবা জানতে পারেন তাঁর গুলিতে মৃত্যু হয়েছে নিজের মেয়ের। এমন ঘটনা আকছার লেগেই থাকে মার্কিন মুলুকে।
জানা যাচ্ছে এআর১৫ রাইফেলের মতোই মডেল ছোটদের এই নতুন ধরনের বন্দুকেরও। ৩১ ইঞ্চির এই বন্দুকের ওজন ১ কেজি। দাম ৩৮৯ মার্কিন ডলার। খোলা বাজারেই এই বন্দুক বিকোচ্ছে আমেরিকায়।