করোনা হানায় আমেরিকায় মৃত্যুমিছির শুরু হয়ে যেতে পারে আগামী সপ্তাহ থেকে। এই আশঙ্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
হোয়াইট হাউসের স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকায় ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার পর্যন্ত মানুষের মৃত্যু হতে পারে। এখন পর্যন্ত আমেরিকায় ৩ লাখ ৬ হাজার মানুষের টেস্ট পজিটিভ এসেছে। মৃত্যু হয়েছে, ৮ হাজার ৩০০ জনের। ট্রাম্পের বক্তব্য, প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে মহামারী।
জন্স হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছন ১,৪৮০ জন। এমন মৃত্যুর পরিসংখ্যান নিয়ে চিন্তিত মার্কিন প্রশাসন। এক লাখ মৃতদেহ বহন করার ব্যাগ জোগাড় করে রাখছে পেন্টাগন। সংক্রমণ ছড়াতে শুরু করার পরে এখন নিউইয়র্কের বিভিন্ন হাসপাতাল মরদেহ সামলাতে হিমশিম খাচ্ছে । তাই হাসপাতাল ও মর্গে ব্যাগগুলি পাঠানো হবে, যাতে মৃতদেহ সংরক্ষণ করা যায়।
পর্যাপ্ত ঔষধও নেই আমেরিকার হাতে। আমেরিকার হাতে পর্যাপ্ত হাইড্রোক্সিক্লোরোকুইন নেই। ভারতের কাছে সেই ঔষধ চেয়েছে । খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানিয়েছেন ঔষধ পাঠানোর।
বিজনেসটুডে২৪ ডেস্ক