বিজনেসটুডে২৪ ডেস্ক
আমেরিকার ভার্জিনিয়ায় বন্দুকবাজরা মঙ্গলবার একটি কলেজে হামলা চালিয়েছে।
হামলায় কলেজের ক্যাম্পাস ল এনফোর্সমেন্ট অফিসার এবং ক্যাম্পাস সেফটি অফিসার ঘটনাস্থলে মারা যান। ভার্জিনিয়া পুলিশ টুইটারে বিবৃতি দিয়ে একথা জানিয়েছে।
মঙ্গলবার আমেরিকার স্থানীয় সময় দুপুর ১ টা বেজে ২০ মিনিট নাগাদ পুলিশ জানতে পারে ভার্জিনিয়ার ব্রিজওয়াটার কলেজে বন্দুকবাজ হানা দিয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশের একটি টিম কলেজ ঘিরে ফেলে। বন্দুকবাজ তখনকার মতো পালিয়ে গেলেও পরে ধরা পড়েছে।
ভার্জিনিয়া স্টেট পুলিশ জানায়, অভিযুক্তের নাম আলেকজান্ডার ওয়াট ক্যাম্পবেল। বয়স ২৭। তার শরীরে বুলেটের আঘাত আছে। কিন্তু তার জীবনের আশঙ্কা নেই।
পুলিশই তাকে গুলি করেছিল নাকি সে অন্য কোনভাবে আহত হয়েছে জানা যায়নি। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।
একইদিন মিনেসোটায় একটি স্কুলে হামলা করে বন্দুকবাজ। এক ছাত্র মারা যায়। আহত হয় আর এক ছাত্র।মঙ্গলবার এ্রই হামলা হয়েছে। দুপুরে মিনেসোটার রিচফিল্ড শহরের স্কুলে দুই বন্দুকবাজ হানা দেয়। ছাত্ররা যখন স্কুলে ঢুকছিল, তখন তাদের ওপরে গুলি চালানো হয়। পরে বন্দুকবাজ সন্দেহে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। মৃত ছাত্রের নাম জামারি রাইস। তার বাবা কর্টেজ রাইস ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সক্রিয় ছিলেন।
ওয়াশিংটন থেকে গাড়িতে ব্রিজওয়াটার শহরে যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। কলেজে অল ক্লিয়ার নোটিশ দেওয়া হয় বিকাল সাড়ে চারটেয়। ক্যাসি ত্রুসলো নামে ২১ বছর বয়সী ছাত্র জানিয়েছে, সে কলেজে ক্লাসরুম থেকেই গুলির শব্দ পেয়েছিল। দ্বিতীয় গুলির শব্দ পাওয়ার পরে ছাত্ররা মাটিতে শুয়ে পড়ে। একঘণ্টা তাদের মাটিতে শুয়ে থাকতে হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যে দু’জন মারা গিয়েছেন, তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। বন্দুকবাজদের দৌরাত্ম্য বন্ধ করতেই হবে।