উপজেলার কুতুবপুর জামে মসজিদের আয়োজনে এতে দু’পর্বে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি আজহারুল ইসলাম ও মিনহাজ উদ্দিন। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জামে মাসজিদ প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত
ছিলেন লতিফা ক্বারী সোসাইটির সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেসীন সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ কুতবুল আলম, হযরত শাহজালাল দারুসসুন্নাহ ইকুবিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আহমদ।
বিচারকবৃন্দের দৃষ্টিতে নজর কেড়েছে নুরপুর গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান দারুস সালাম তাহফিজুল কোর’আন নুরানী মাদ্রাসার শিক্ষার্থীদের কোর’আন তেলাওয়াত। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান অর্জন করে প্রতিষ্ঠানটি।
প্রথম স্থান অর্জন করে দারুস সালাম তাহফিজুল কোর’আন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী সুলাইমান আহমদ।
২য় স্থান অর্জন করে বিশ্ব মুসলিমিন ওয়ালিদাইন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ইসমাইল হোসেন।
৩য় স্থান অর্জন করে আছিয়া খানম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী সোহেল আহমদ।
১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে যথাক্রমে ১০ হাজার, ৭ হাজার ও ৫ হাজার টাকা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।দিন ব্যাপী কোর’আন তেলাওয়াত প্রতিযোগিতা পরিচালনা করেন ওদুদ আহমদ, ফাহিমুজ্জামান ও মো শাহরিয়াদ নাজিম।
তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানের পৃষ্টপোষকতা করেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবি ও শিক্ষানুরাগী জহিরুল ইসলাম রুহেল চৌধুরী। এলাকাবাসী আশা করেন যে তিনি আগামীতে আরও ব্যাপক আকারে এ ধরনের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতায় এগিয়ে আসবেন। ইক্বরা কোরআ’ন তেলাওয়াত প্রতিযোগিতা কমিটির সভাপতি আজহারুল ইসলাম আজাদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মো. দিলাল আহমেদ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এবং যুবকরা সর্বাত্মক সহযোগিতা করেন প্রতিযোগিতাকে সফল করার জন্য।
-সংবাদ বিজ্ঞপ্তি