বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঘোড়াঘাট ( দিনাজপুর): ঘোড়াঘাটের বাতাসে আমের মুকুলের ম-ম ঘ্রাণ । আমের মুকুলের সমারোহ দেখে ভালো ফলনের আশা করছেন আম চাষিরা। বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। মুকুল নিয়ে হলদে রঙ ধারণ করে ঘাছ সেজেছে এক অপরূপ সাজে।
শীতের প্রকোপ এবার কিছুটা কম থাকায় বেশ আগেভাগেই মুকুলে মুকুলে ছেয়ে গেছে আম বাগানগুলো। থোকা থোকা মুকুলের ভারে ঝুলে পড়েছে গাছের ডালপালা। এ বছর আবহাওয়া অনুকূল থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ ধারণা করছেন। অন্যদিকে আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় ৮ হাজার ৮৮ হেক্টর জমিতে ২৫৯টি আমের বাগান রয়েছে। এতে ৭৫ হাজার ৯৫০ মেট্রিক ট্রন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে ফজলি ৯৮৫ হেক্টর, আশ্বিনা ১ হাজার ২’শ ৩০ হেক্টর, ল্যাংড়া ৩৯৫ হেক্টর, খিরসাপাত ২৫৫ হেক্টর, গোপাল ভোগ ২’শ ২০ হেক্টর, আমরুপালি ২’শ ৯০ হেক্টর, মল্লিকা ৫ হেক্টর, লক্ষণভোগ ১৯৫ হেক্টর, বোম্বাই ১৫ হেক্টর, উন্নত জাত ৩৭৫ হেক্টর ও গুটি ২৭৫ হেক্টর জমিতে আম গাছ রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান বলেন, কৃষকদের মোট ৩টি স্প্রে করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমে মুকুল আসার আগে ও পরে এবং মুকুল মটর দানা বাধার সময় একটি ছত্রাকনাশক ও একটি কীটনাশক স্প্রে করার পরামর্শ দেয়া হয়েছে। যাতে হপার পোকাসহ অন্যান্য রোগ ও পোকামাকড়ের আক্রমণ না হয়। তিনি বলেন, চলতি মৌসুমে ঘোড়াঘাট উপজেলায় আম উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে ৭৫ হাজার ৯৫০ মেট্রিকট্রন।