বিজনেসটুডে২৪ ডেস্ক
গত ৫০ বছর ধরে তিনি স্নান করতেন না। এতটাই নোংরা ছিল তাঁর জীবনযাপন যে আশপাশে মানুষ ঘেঁষতে পারত না দুর্গন্ধে। তাঁকে নিয়ে তথ্যচিত্র পর্যন্ত তৈরি হয়েছিল। গোটা ইরান তাঁকে চিনত ‘পৃথিবীর সবচেয়ে নোংরা মানুষ’নামে। গত রবিবার ৯৪ বছর বয়সে মৃত্যু হয়েছে সেই ইরানি বৃদ্ধের।
মৃতের নাম আমৌ হাজি। ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, গত ৫০ বছরের বেশি সময় ধরে তিনি একাই থাকতেন। ইরানের দক্ষিণের রাজ্য ফার্সের একটি গ্রাম দেজঘায়ে ছিল তাঁর বাস। একটি চালা ঘরে থাকতেন তিনি। নিজের বাড়িতেই মৃত্যু হয়েছে তাঁর।
ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, ওই এলাকার মানুষ বলেন, ৫০ বছর আগে এই মানুষটির একবার জ্বর হয়েছিল। সেই যে স্নান করা বন্ধ করেছিলেন আমৌ হাজি তারপর আর কখনও গায়ে-মাথায় জল ঢালেননি।
তবে ইরানি মিডিয়া এও জানাচ্ছে, কয়েক মাস আগে স্থানীয়রা একবার জোর করে এই বৃদ্ধকে ধরে গায়ে জল ঢেলে দিয়েছিল। যদিও সেটাকে পরিপূর্ণ স্নান বলা চলে না। রবিবার তাঁর মৃত্যু হয়েছে।