Home শেয়ারবাজার আরএসআরএম: উৎপাদনে নেই, তবুও দর বেড়েছে ৪৪ শতাংশ

আরএসআরএম: উৎপাদনে নেই, তবুও দর বেড়েছে ৪৪ শতাংশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: উৎপাদন বন্ধ থাকা কোম্পানি আরএসআরএম স্টিলে কয়েক দিনে সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। গত আট কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৪৪ শতাংশ বেড়ে ১৭ থেকে বৃহস্পতিবার ২৪ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে।

কোম্পানিটি শিগগিরই উৎপাদনে ফিরবে, এমন তথ্য বাজারে ছড়ানো হয়েছে। একটি বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা শেয়ার বিক্রি করে ব্যাংকঋণ পরিশোধের পাশাপাশি কোম্পানিটিকে উৎপাদনে ফিরিয়ে আনা হবে বলে প্রচার চালানো হয়েছে। যদিও ডিএসইর নোটিসের জবাবে দরবৃদ্ধিতে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় আরএসআরএম কোম্পানির প্রধান উদ্যোক্তা সাম্প্রতিক সময়ে জেলে গিয়েছিলেন। এর আগে ২০২০ সালের অক্টোবরে উৎপাদনে ফেরার ঘোষণা দেয় কোম্পানিটি। তবে চলতি বছরের এপ্রিলে ডিএসই কর্তৃপক্ষ কোম্পানি পরিদর্শনে গিয়ে উৎপাদন বন্ধ দেখতে পায়।