Home জাতীয় আরও ২ বছর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকছেন আহমদ কায়কাউস

আরও ২ বছর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকছেন আহমদ কায়কাউস

ঢাকা: আরও দুই বছর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব থাকবেন ড. আহমদ কায়কাউস। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট ছুটি স্থগিতের শর্তে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আদেশটি প্রকাশ করা হয়েছে।

জনপ্রশাসনের কর্মকর্তাদের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সরকারের শীর্ষ আমলার মর্যাদা উপভোগ করেন। মন্ত্রিপরিষদ সচিবও তার সমান মর্যাদা উপভোগ করেন। এ দুজনের পরই মর্যাদার দিক থেকে শীর্ষে রয়েছেন সিনিয়র সচিবরা।

২০১৯ সালের ২৯ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পান ড. আহমদ কায়কাউস।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছিলেন ড. আহমদ কায়কাউস।

নজিবুর রহমান ২০১৮ সালের ১ জানুয়ারি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পাওয়ার পর দুই বছর এ দায়িত্ব পালন করেন।

চাকরির মেয়াদ শেষে আগামী ৩১ ডিসেম্বর আহমদ কায়কাউসের অবসরে যাওয়ার কথা ছিল। তার পিআরএল মঞ্জুর করে গতকাল বুধবার আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে গতকালই আরেক আদেশে কায়কাউসকে চুক্তিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগের কথা জানানো হয়, তবে আদেশটি প্রকাশ করা হয়েছে আজ বৃহস্পতিবার।

-বিজনেসটুডে২৪ ডেস্ক