কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার শাস্তি ঘোষণা করবে আদালত। এ দিন সঞ্জয় রায় বলে, ‘আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। সেক্ষেত্রে তা ওখানে পড়ে থাকত। আমাকে ফাঁসানো হচ্ছে।’ বিচারক বলেন, ‘সব প্রমাণ জমা পড়েছে। সেই প্রমাণের উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করা হচ্ছে।’
যদিও পাল্টা সঞ্জয় দাবি করে, সে এই কাজ করেনি। তার বক্তব্য, ‘যারা করেছে কেন ছাড়া হচ্ছে তাদের?’ কথা বলতে দেওয়ার আর্জিও জানায় সে। বিচারক জানান, সোমবার তিনি সঞ্জয়ের কথা শুনবেন।
গত বছর ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সেমিনার রুমে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। ঘটনার পরেই দিনেই কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল।
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত। এই ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার শাস্তি ঘোষণা করবে আদালত। এ দিন সঞ্জয় রায় বলে, ‘আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল। সেক্ষেত্রে তা ওখানে পড়ে থাকত। আমাকে ফাঁসানো হচ্ছে।’ বিচারক বলেন, ‘সব প্রমাণ জমা পড়েছে। সেই প্রমাণের উপর ভিত্তি করে দোষী সাব্যস্ত করা হচ্ছে।’
যদিও পাল্টা সঞ্জয় দাবি করে, সে এই কাজ করেনি। তার বক্তব্য, ‘যারা করেছে কেন ছাড়া হচ্ছে তাদের?’ কথা বলতে দেওয়ার আর্জিও জানায় সে। বিচারক জানান, সোমবার তিনি সঞ্জয়ের কথা শুনবেন।
গত বছর ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সেমিনার রুমে উদ্ধার হয়েছিল এক তরুণী চিকিৎসকের মৃতদেহ। তাঁকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছিল। ঘটনার পরেই দিনেই কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল।
সূত্র: এই সময় অনলাইন