বিজনেসটুডে২৪ ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আসার সম্মতিও দিয়েছিলেন ফুটবলের ইশ্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তার আগমনের যাবতীয় আয়োজনের ব্যবস্থাও নিচ্ছিল।
মুজিব বর্ষের শুরুতেই বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণের কারণে মুজিব বর্ষের যাবতীয় অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ফলে বাংলাদেশের কোটি ভক্তের ভালোবাসা পেলেও তাদের দেখতে পাননি।
বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন ‘সময় পেলে বাংলাদেশে যাব’। কিন্তু আজ বেঁচে নেই সেই তারকা।
বাংলাদেশে ম্যারাডোনার আসা প্রসঙ্গে গত ডিসেম্বরের শেষ দিকে বাফুফে প্রধান সালাহউদ্দিন আহমেদ বলেছিলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আসতে আমরা যে আমন্ত্রণ জানিয়েছিলাম, তাতে সম্মতি দিয়েছেন। কবে-কখন আসবেন তা এখনও নির্ধারণ করা হয়নি।
ম্যারাডোনা বেঁচে নেই, কিন্তু বাংলাদেশের মানুষের মনে তার জন্য ভালোবাসা বেঁচে থাকবে।