চট্টগ্রাম: রাউজান উপজেলার নদিমপুর গ্রামের সমাজসেবক শিক্ষানুরাগী ইউনুচ-আলমাচ স্কুল এন্ড কলেজ এবং নদিমপুর ছৈয়দিয়া ইউনুচিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আলহাজ মোঃ ইউনুচ মিয়ার ২০ তম মৃত্যুবার্ষিকী সোমবার ( ১৪ সেপ্টেম্বর)।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনুচ-আলমাচ স্কুল এন্ড কলেজ ও নদিমপুর ছৈয়দিয়া ইউনুচিয়া মাদ্রাসা ও এতিমখানার এর যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পন, মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙ্গালি ভোজ।
-সংবাদ বিজ্ঞপ্তি