বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতে এবার উত্তরপ্রদেশের বিজেপি সরকার সেখানকার ইসলামিক ঐতিহাসিক অনেক স্থানের নাম পরিবর্তন করে দিয়েছে। এবার আর এক ঐতিহাসিক শহর আলিগড়ের নাম বদলের দাবি উঠল। স্থানীয় সিটি করপোরেশন প্রাচীন শহরটির নাম বদলে হরিগড় রাখতে প্রস্তাব পাশ করিয়েছে। শহরের মেয়র প্রশান্ত সিংঘলের দাবি, সব কাউন্সিলর এই প্রস্তাবে সায় দিয়েছেন।
আলিগড় ভারতের ঐতিহাসিক শহরগুলির অন্যতম। প্রাচীন এই শহরের নাম জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামে। শিক্ষাতেও অগ্রগণ্য এই শহর। প্রখ্যাত আলিগড় বিশ্ববিদ্যালয় এই শহরে অবস্থিত।
নিয়ম হল, সিটি করপোরেশনের প্রস্তাব এবার রাজ্য সরকারের কাছে পাঠানো হবে। শহর, জেলা ইত্যাদির নাম বদলের অনুমতি দিতে পারে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই জানিয়েছেন, প্রস্তাব এলে বিবেচনা করা হবে।
উত্তর প্রদেশের বিজেপি সরকার এর আগে রাজ্যের অনেকগুলি ঐতিহাসিক স্থানের নাম বদল করেছে। সব ক্ষেত্রেই ইসলামিক নাম বদলে দেওয়া হয়েছে। এরমধ্যে অন্যতম হল মোঘলসরাই স্টেশন, যার নাম বদলে করা হয় দীনদয়াল উপাধ্যায়, এলাহাবাদ শহর হয়েছে প্রয়াগরাজ এবং ফৈজাবাদ জেলা হয়েছে অযোধ্যা।
বিজেপি সহ হিন্দুত্ববাদী শিবির আগ্রার নামও বদলে দেওয়ার দাবি তুলেছে। তারা চায় তাজমহলের শহরের নাম হোক আগ্রাবন।