বিজনেসটুডে২৪ ডেস্ক
তাদের বয়সের ফারাকটা একেবারে কম নয়। আলিয়া ভাট রণবীর কাপুরের চেয়ে ১১ বছরের ছোট । বয়সের এই মাপকাঠি দেখে প্রেম আসেনি। বৃহস্পতিবার বিকেলে চার হাত এক হয়েছে। পাঁচ বছরের প্রেমের পর সম্পর্ককে ছাদনাতলায় নিয়ে গেলেন বলিউডের এই তারকা যুগল।
অপেক্ষার অবসান! বিয়ে হয়ে গেল আলিয়া ভাট আর রণবীর কাপুরের। পরিবারের উপস্থিতিতে দুই তারকা সাত পাক ঘুরলেন । কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হল বিয়ের অনুষ্ঠান।
প্রায় পাঁচ বছর সম্পর্কে থাকার পর পঞ্জাবি স্টাইলে বিয়ে করলেন । সেখানে উপস্থিত ছিলেন পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিলেন নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, করিনা, করিশ্মা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন, আয়ান মুখোপাধ্যায়রা।
রণবীর-আলিয়ার বিয়ের অতিথিদের দেখা মিলল রঙ মিলান্তি পোশাকে। বেশিরভাগ অতিথি থেকে শুরু করে পরিবারের সদস্যদের পোশাকের রং ছিল হালকা গোলাপি। বিয়ের অতিথিদের দেখা মিলল সাদা আর সোনালি রঙের পোশাকে। আলিয়ার বেস্টি, ব্রাইডস মেইড আকাঙ্খা রঞ্জন পরেছিলেন সবুজ রঙের শাড়ি।
বাড়ির ভিতরে বিয়ের আয়োজন হলেও, বাইরে ছবির জন্য অপেক্ষা করা পাপারাৎজি ও মিডিয়ার জন্য মিষ্টির বক্স দেওয়া হয়েছে। খুব কম সংখ্যক মানুষের উপস্থিতিতেই হয়েছে এই বিয়ে। হাতেগোনা ৫০জন হয়তো ছিল বিয়েতে।
‘বাস্তু’র বাইরে এদিন সকাল থেকেই ছিল কড়া পাহাড়া। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সাথে পুলিশ ফোর্সও মোতায়েন করা হয়েছিল সেখানে। ছিল স্নিফার্স ডগ। এখন শুধু বিয়ের ছবি সামনে আসার অপেক্ষা!
২০১৮ সালে অয়ন মুখার্জীর ছবি ‘ব্রহ্মাস্ত্র’র সেট থেকে শুরু। বি-টাউনে প্রেমের নতুন সংজ্ঞা লিখেছেন রণবীর আলিয়া। তবে তাঁদের সম্পর্কের বীজ যে আগেই বোনা ছিল তার ইঙ্গিতও রয়েছে বলিউডের পাতায়। ‘রালিয়া’র রূপকথার শুরুটা হয়েছিল আরও অনেক আগে। সেই ২০০৪ সালে!
২০০৪ সালে মহেশ ভাটের মেয়ে ছোট্ট আলিয়ার বয়স তখন মাত্র ১১ বছর। সেই সময় সঞ্জয় লীলা বনসালীর ‘ব্ল্যাক’ ছবির সেটে রণবীর কাপুরকে প্রথন দেখেছিলেন আলিয়া। সেই প্রথম দেখাতেই প্রেম এসে কড়া নেড়েছিল তাঁর অপরিণত মননে। উস্কে দিয়েছিল রোম্যান্স। তবে রণবীর তখন ২২ বছরের যুবক। বলিউডে সদ্য ফোঁটা কুড়ির মতো মাথা তুলেছেন তিনি। জীবনে এসেছে অন্য প্রেম। ১১ বছরের বাচ্চা মেয়ে আলিয়ার দিকে নজর পড়েনি তাঁর। সেই থেকে রণবীরের জন্য ভাললাগা মনের মধ্যে পুষে রেখেছিলেন আলিয়া ভাট।
২০০৪ থেকে সোজা ২০১৮। ব্রহ্মাস্ত্র ছবির সেটে আবার দেখা রণবীর আলিয়ার। সৌজন্যে পরিচালক অয়ন মুখার্জী। ওই বছরের জানুয়ারি মাস থেকেই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। শুরু হয়েছিল ‘রালিয়া’র প্রেমটাও।
আঠেরোর মার্চে আলিয়া ভাটের ইনস্টাগ্রামে নীতু কাপুরের সঙ্গে তাঁর ছবি দেখা যায়। কাপুরদের সঙ্গে যে মহেশ ভাটের মেয়ের ঘনিষ্ঠতা বাড়ছে, তার ইঙ্গিত মিলেছিল সেখানেই। মার্চেই আলিয়া ভাট তাঁর ইনস্টাগ্রামে ‘ব্রহ্মাস্ত্র’র শ্যুটিং সেট থেকে একটি ছবি শেয়ার করেছিলেন। আলিয়া রণবীর ছাড়াও সে ছবিতে ছিলেন অয়ন মুখার্জী। সেই ছবির ক্যাপশনে আলিয়া লিখেছিলেন, ‘সবে শুরু হল…।’
২০১৮-র মে মাসে হুলস্থূল। সোনম কাপুর আনন্দ আহুজার বিয়ের রিসেপশনে আলিয়ার হাতে হাত রেখে পৌঁছে যায় রণবীর! বলিউডে তাঁদের সম্পর্কে সিলমোহরও পড়ে গেল সেদিন থেকেই। রণবীরের সাদা শেরওয়ানি, আলিয়ার টিয়া রঙের ল্যাহেঙ্গার সেই ছবি আজও ঘোরে সোশ্যাল মিডিয়ার আনাচে কানাচে।
২০১৮-র সেপ্টেম্বরে রণবীরের জন্মদিনের দিন মিষ্টি করে তাঁকে উইশ করেছিলেন আলিয়া ভাট। ইনস্টাগ্রামে রণবীরের একটা ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে সানসাইন’।
উনিশের জানুয়ারি, ঋষি কাপুরের অসুস্থতা বাড়ছে। জুটিতে একসঙ্গে তাঁকে দেখতে নিউ ইয়র্ক পাড়ি দেন রণবীর আলিয়া। সেখান থেকে ছবিও শেয়ার করেন দুজন। রণবীরের পরিবারের সঙ্গে বিদেশের মাটিতে অনেকটা সময় কাটান মহেশ ভাটের মেয়ে।
২০১৯ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে রণবীরকে সরাসরি সকলের সামনে ‘আই লভ ইউ’ বলেন আলিয়া। লজ্জায় লাল হয়ে যান রণবীর। অ্যাওয়ার্ড মঞ্চে তাঁরা একে অপরকে জড়িয়ে ধরেন। প্রেমিকের গালে চুমুও খান আলিয়া।
২০২০ সালে একটি সাক্ষাৎকারে রণবীর কাপুর ইঙ্গিত দেন, আলিয়া ভাটকে বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর।
২০২১-এর দিওয়ালি আলিয়া রণবীর একসঙ্গে কাটান। নীল ল্যাহেঙ্গা আর গাঢ় নীল পাঞ্জাবীতে সেজেছিলেন তারকা যুগল। ততদিনে বলিউডের অন্যতম ‘হট কাপল’-এর ট্যাগ পেয়ে গেছেন তাঁরা।
২০২২-এর এপ্রিলে অবশেষে ‘রালিয়া’ ভক্তদের অপেক্ষা ফুরলো। বিয়ের পিঁড়িতে বসলেন রণবীর কাপুর আলিয়া ভাট। জীবনের পর্দায় নতুন ইনিংস শুরু করলেন তাঁরা ১৪ এপ্রিল থেকে।