Home সারাদেশ আলুক্ষেতে বিমান দেখতে ভিড়

আলুক্ষেতে বিমান দেখতে ভিড়


বিজনেসটুডে২৪ প্রতিনিধি


রাজশাহী : তানোরে আলুক্ষেতে পড়া সেই বিমান উদ্ধারে কাজ চলছে। এসব দেখতে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এ সুযোগে স্থানীয় ব্যবসায়ীরা অস্থায়ী মুখরোচক খাবার দোকান নিয়ে বসেছেন। 

বাংলাদেশ ফ্লাইং একাডেমির ছেচনা-১৫২ নামের একটি প্রশিক্ষণ বিমান মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উড্ডয়নরত অবস্থায় বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়। ওই সময় জরুরি অবতরণে বিমানটি আলুক্ষেতে আছড়ে পড়ে।

দুর্ঘটনায় কবলিত বিমানের আশপাশ ঘিরে রাখা হয়েছে। তার অদূরেই বসেছে বিভিন্ন মুখরোচক খাবারের দোকান। বিমানটি দেখতে ভিড় করছেন শত শত লোকজন। তারা দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন। দর্শনার্থীদের কাছে অস্থায়ী খাবারের দোকানগুলো বিক্রি করছে বারোভাজা, চিপস ও কোমল পানীয়সহ নানান পণ্য।


অনেকে বিমানটির সঙ্গে ছবি, সেলফি তুলে পোস্ট করছেন নিজ নিজ ফেসবুক প্রোফাইলে। বিমানটি রক্ষায় পাহারায় আছে পুলিশ। পুলিশি পাহারায় যত দ্রুত সম্ভব বিমানটি সরিয়ে নেয়ার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে রাজশাহী বিমানবন্দর কর্তৃপক্ষ।


প্রসঙ্গত, রাজশাহীর হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশ ফ্লাইং ক্লাব প্রশিক্ষণ কার্যক্রম চালায়। মঙ্গলবার দুপুরে এ বিমানবন্দর থেকেই বিমানটি উড়ে। এরপর তানোরের সীমানায় এসে বিমানে কারিগরি ত্রুটি দেখা দেয়। ওই সময় জরুরি অবতরণে বিমানটি আলুক্ষেতে আছড়ে পড়ে। বাংলাদেশ ফ্লাইং ক্লাবের রাজশাহীর প্রশিক্ষক ক্যাপ্টেন মাহফুজুর রহমান বিমানে ছিলেন। তার সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ। তারা সুস্থ আছেন।