বিজনেসটুডে২৪ প্রতিনিধি
নীলফামারী : গত বছর সেভেন জাতের আলু চাষে ব্যাপক সাফল্য পেয়েছিলেন কৃষকরা। তাই এবারও তারা বিপুল উৎসাহে মাঠে নেমে পড়েছেন। ৬০ দিনের মধ্যে এই আলুর লাভ ঘরে তোলা যায়।
“সেভেন” জাতের আলু চাষ করে বাজিমাতের স্বপ্ন দেখছে কৃষকরা। তাই উঁচু জমিতে এই জাতের আলু চাষে ধুম পড়েছে। কৃষকরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবছরও ভাল ফসল হবে। নভেম্বর মাসের শুরুর দিকে আলু রোপণ হলেও এবার অক্টোবর মাসের শুরু হতেই আলু রোপণে ব্যস্ত হয়ে পড়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন, দেশের প্রথম আলু বপন ও উত্তোলন করে এ এলাকার কৃষকরা। এ এলাকার আলু বাজারে প্রথম আসায় কৃষকরা বেশ দাম পায়। ফলে এখানকার কৃষকদের ভাগ্য বদলের ফসলে পরিণত হয়েছে আলু।
চলতি বছর কিশোরগঞ্জ উপজেলায় ৬ হাজার ৭৮০শ’ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আগাম আমন ধানে ভাল ফলন পেয়ে কৃষকরা আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ১ লাখ ৬০ হাজার মেট্রিক টন আলু উৎপাদনের আশা করা হচ্ছে। গড় বাজার ২৫ টাকা কেজি দরে বিক্রি হলে ৪শ’ কোটি টাকার আলু বিক্রি হবে। এ বছরও কৃষকরা ভাল দাম পেয়ে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে।