বিজনেসটুডে২৪ প্রতিনিধি
হাটহাজারী ( চট্টগ্রাম): প্রখ্যাত আলেমে দ্বীন, হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর মরদেহ এখন মাদ্রাসা প্রাঙ্গণে। এদিকে, অপ্রীতিকর ঘটনার আশংকায় হাটহাজারীসহ ৪ উপজেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিজি) মোতায়েন করা হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স মাদ্রাসায় পৌঁছেছে। ভোর ৪টায় ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ থেকে আল্লামা শফীর মরদেহবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়।
আল্লামা শাহ আহমদ শফীর নামাজে জানাযার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ২টায় দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে নামাজে জানাযা।
আল্লামা শফীকে একনজর দেখা ও জানাজায় শরিক হতে তার ছাত্র ও ভক্তরা হাটহাজারীতে ভোর থেকেই আসতে শুরু করেছেন।
জানাযাশেষে মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
শুক্রবার সন্ধ্যা ৬টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে আল্লামা শফী ইন্তেকাল করেন।