Home First Lead আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক: হেফাজত

আল্লামা শফীর মৃত্যু স্বাভাবিক: হেফাজত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক ছিল বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হাটহাজারীর দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্য পাঠে হেফাজতের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুল আফছার আজাহারী বলেন, আল্লামা শফীর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে দায়েরকৃত মামলাটি রাজনৈতিক চক্রান্ত। এই মামলায় মাদ্রাসার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করা এবং হেফাজত ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দকে হয়রানি করার হীন ষড়যন্ত্র বৈ কিছু না।

আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে মাওলানা মুহাম্মদ মামুনুল হকসহ বর্তমান কমিটির কয়েকজনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলন করে হেফাজত। তাঁর অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেয়া হয়েছে।

সংগঠনটির বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী বলেন, মরহুম আল্লামা শাহ আহমদ শফীর ওপর কোনো নির্যাতন হয়নি। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়,আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যুর বিষয়টি তাঁর পরিবার ও মাদ্রাসা কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে দেশবাসীকে জানিয়েছিলেন। অনেক আগে থেকে আল্লামা শফীর শারীরিক অবস্থা এতই নাজুক ছিল যে, বেশ কয়েকবারই তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল। আল্লামা আহমদ শফীকে হত্যার অভিযােগ তুলে যারা মামলা করেছে, তারা একটি চিহ্নিত দালালগােষ্ঠী। তারা দেশের আলেম সমাজ ও সচেতন তৌহিদী জনতার কাছে প্রত্যাখ্যাত। দায়েরকৃত মামলাটি রাজনৈতিক চক্রান্ত এবং দেশের স্থিতিশীল অবস্থা বিনষ্ট করার দুরভিসন্ধি। মামলায় তথাকথিত হত্যার যেসব কারণ উল্লেখ করা হয়েছে, সেগুলাে অতিরঞ্জিত ও মিথ্যাচারে পরিপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণােদিত বলে আমরা মনে করি। কারণ তাকে হত্যা করা হয়েছিল এমন কোনাে মেডিকেল রিপাের্টও দালালগোষ্ঠীরা জাতির সামনে উপস্থাপন করতে পারেনি। কিছুদিন আগে ঐ চিহ্নিত গােষ্ঠী আয়ােজিত একটি সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকদেরকে আল্লামা আহমদ শফী হত্যা বিষয়ক প্রশ্নগুলােরও তারা কোনাে সদুত্তর দিতে পারেনি।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মহিবুল্লাহ্ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটির সদস্য মাওলানা নোমান ফয়েজী, মাওলামা ইয়াহিয়া, মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি জসিম উদ্দিন, হেফাজতের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরিসসহ হেফাজত নেতারা।