বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বয়স হয়েছিল ৯৫ বছর।
মঙ্গলবার ভোর পাঁচটার দিকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নুরুল ইসলাম হাশেমী। ৩০ মে হাসপাতালে ভর্তি হন। বার্ধক্যজনিত নানা রোগসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং আইসিইউ সাপোর্টে চিকিৎসা নিচ্ছিলেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তাঁর মৃত্যু সংবাদে চট্টগ্রামের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
বায়েজীদ থানার অন্তর্গত জালালাবাদের এক ধর্মভীরু সম্ভ্রান্ত মুসলিম কাযী পরিবারে হাশেমী বংশে ১৯২৮ সালের ২৯ ডিসেম্বর আল্লামা কাজী মুহাম্মদ নূরুল ইসলাম হাশেমী জন্মগ্রহণ করেন। বাল্যকাল থেকেই আল্লামা হাশেমী মুদ্দাজিল্লুহুল আলী তীক্ষ্ণ মেধাবী ও অত্যন্ত প্রতিভাবান ছিলেন। ছয় বছর বয়সে ক্বোরআন মজীদ খতম করেন। উর্দু, ফার্সি, আরবী, বাংলার প্রাথমিক জ্ঞান স্বীয় গৃহে আপন বুযর্গ পিতার কাছ থেকে অর্জন করেন। প্রাইমারী স্কুল পাশ করে প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওয়াজেদিয়া আলীয়া মাদ্রাসায় ভর্তি হন এবং নিয়মিতভাবে শিক্ষা অর্জন আরম্ভ করেন। সেখান থেকে প্রত্যেকটি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে ১৯৪৫ সালে জামাতে পঞ্জুমের পরীক্ষায় শিক্ষা বোর্ডের অধীনে কৃতিত্বের স্বাক্ষর স্বরূপ সনদ ও মাদ্রাসার পক্ষ থেকে গোল্ড মেডেল লাভ করেন। মাদ্রাসা-ই আলীয়া ঢাকা থেকে কামিল পাশ করেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে উর্দুতে ডিপ্লোমা কোর্সও সম্পন্ন করেন।
আল্লামা হাশেমী মুদ্দাজিল্লুহুল আলী ১৯৮০ সালে জামাতে আহলে সুন্নাতের অঙ্গসংগঠন হিসেবে আকাঈদে আহলে সুন্নাতের ধারক বাহক এদেশে সুন্নী মতাদর্শ ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা গঠনে গুরু দায়িত্ব পালন করেন।
আল্লামা হাশেমীর মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এক বার্তায় বলেন, প্রিয়নবীর সুন্নাতের একনিষ্ঠ অনুসারী ছিলেন আল্লামা হাশেমী। এ মহান ব্যক্তিত্ব নিজেই হয়ে ওঠেন অনুপম অনুসরণীয় আদর্শ। আলেমকুলের এ শিরোমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বজন শ্রদ্ধেয় ইমাম হিসেবেও উপমহাদেশে অতুলনীয় স্থান গড়ে নেন।