বিজনেসটুডে২৪ ডেস্ক
তাঁর মাথার দাম ছিল আড়াই কোটি মার্কিন ডলার। ওসামা বিন লাদেনের পরে তাঁর উত্তরসূরী হিসেবেই আল-কায়দার মুখ হয়ে ওঠেন আয়মান আল জাওয়াহিরি । মিশরের খ্যাতনামা সার্জন, নেতা, বক্তা আল জাওয়াহিরি তাঁর যৌবনকাল থেকেই জেহাদের সঙ্গে জড়িয়েছিলেন। একটা সময় ওসামার পরেই আল-কায়দার দু’নম্বর নেতা ছিলেন জাওয়াহিরি। ওসামা নিহত হওয়ার পরে সেই জায়গা তিনিই নেন। একের পর এক নাশকতামূলক কাজকর্মে নেতৃত্বে দিয়েছিলেন জাওয়াহিরি ।
ওসামা বিন লাদেনের মৃত্যুর পরে ক্রমেই প্রাসঙ্গিকতা হারাচ্ছিল আল-কায়দা। জীবনের শেষ কয়েক বছর মূল সংগঠনের কাজ থেকে দূরে থাকলেও আল-কায়দা ও তাদের ছাতার তলায় থাকা অন্য জঙ্গি সংগঠনগুলির কাছে ওসামার প্রতীকি ভূমিকা ও অনুপ্রেরণা ছিল খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গায় বহাল হয়েছিলেন মিশরের চিকিৎসক নেতা আল জাওয়াহিরি ।
ইরাকে মার্কিন সেনার অবস্থানের সময়ে সেখানে আল-কায়দার শাখা তৈরি হয়। এর এক নেতা ছিলেন আবু বকর আল-বাগদাদি। তিনি মার্কিন সেনার হাতে ধরা পড়ে কয়েক বছর গুয়ানতানামো বে-তে বন্দি ছিলেন। ২০০৯-এ মুক্তি পাওয়ার পরে ইরাকে নতুন করে আল-কায়দার সংগঠন গড়ে তুলতে শুরু করেন আল-বাগদাদি। এখানেই তাঁর সঙ্গে আল-কায়দার শীর্ষ নেতৃত্বের বিরোধ শুরু হয়। সিরিয়ার গৃহযুদ্ধে এই বিরোধ প্রবল হয়। আইএস-এর নৃশংস কার্যকলাপে অতিষ্ঠ হয়ে জাওয়াহিরি-সহ আল-কায়দার শীর্ষ নেতৃত্ব তাদের সমালোচনা করতে শুরু করেন। ফলে আইএস-এর সঙ্গে আল-কায়দার সম্পর্কই শুধু ছিন্ন হয় না, সিরিয়ার কয়েকটি জায়গায় দু’দলের জঙ্গিরা সংঘর্ষেও জড়িয়ে পড়েন।
আল-কায়দার ‘নরম মনোভাব’ আইএসের পছন্দ হয়নি। তবে সম্পর্ক ছিন্ন হওয়ার পরেই আল জাওয়াহিরি ভিডিও বার্তায় মায়ানমার, বাংলাদেশ, অসম, গুজরাত, আমদাবাদ ও কাশ্মীরের মুসলমানদের উপর অবিচার ও শোষণের থেকে মুক্ত করার জন্য ‘আল-কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ স্থাপনের কথা জানিয়েছিলেন। ভারতে একাধিকবার নাশকতামূলক হামলা চালানোর হুমকিও দিয়েছিলেন জাওয়াহিরি।
আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি তালিকায় নাম ছিল আয়মান আল-জওয়াহিরি। ওসামার উত্তরসূরির বিরুদ্ধে আমেরিকার বাইরে মার্কিনিদের হত্যা ও খুনের ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। ভারত সরকারকেও এক ভিডিও বার্তায় হুমকি দিয়েছিলেন জাওয়াহিরি। ‘কাশ্মীরকে ভুলো না’ শিরোনামে ওই বার্তায় তিনি বলেছিলেন, “কাশ্মীরে মুজাহিদিন বা জিহাদিদের এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত ভারতীয় সেনার ক্ষতি সাধন করা।” কাশ্মীরি জিহাদিদের পাকিস্তানের ওপর ভরসা রাখা উচিত নয় বলেও তিনি মন্তব্য করেছিলেন। আল-কায়দা প্রধানের বক্তব্য ছিল, “ভারতীয় সেনা ও সরকারের বিরুদ্ধে অবিশ্রান্ত আঘাত হানাই এখন জিহাদিদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত।” অসম, গুজরাত, আমদাবাদ ও কাশ্মীরের মতো সাম্প্রদায়িক দিক থেকে উত্তেজনা প্রবণ এলাকার যুবকদের নিজেদের দলে টানার পরিকল্পনা জাওয়াহিরিরই ছিল বলে মনে করেন ভারতীয় গোয়েন্দারা। ওসামার উত্তরসূরীও নানা সময় বলেছিলেন,জেহাদের পতাকা তুলে এই অঞ্চলগুলিতে নানা রাষ্ট্রের সীমানা মুছে দিয়ে মুসলিমদের এক করার কাজ করবে আল-কায়দার এই নতুন শাখা।
২০২১ সালে তালিবানরা কাবুলের ক্ষমতা দখেলর পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানে আল-কায়দা নেতাদের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সেই সময় জাওয়াহিরির অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছিল। কিন্তু তালিবানরা ক্ষমতায় ফিরে আসার পরেই আয়মান আল জাওয়াহিরি কোনও ভিডিও বার্তা প্রকাশ করেননি। বা জনসমক্ষে আসেননি। সেই সময় খবর রটেছিল হাঁপানির সমস্যার কারণে মৃত্যু হয়েছে আল-কায়দা প্রধানের। পরে রাষ্ট্রপুঞ্জের একটি রিপোর্ট জানায় জাওয়াহিরি বেঁচেই আছেন, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী কোনও এলাকায় ঘাঁটি গেড়ে রয়েছেন। এতদিনে মার্কিন ড্রোন হামলায় আল জাওয়াহিরির নিহত হওয়ার খবর দিল আমেরিকা।