বিজনেসটুডে২৪ ডেস্ক
শনিবার (২৫ জুলাই) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আমির হামজা জয়নুদ্দিন সাংবাদিকদের ১৪ দিনের রিমান্ডের কথা জানিয়ে বলেন, শনিবার থেকে রায়হানকে তদন্তে সহায়তা করার জন্য ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে এবং আমরা তদন্তের পাশাপাশি বিষয়টি নিশ্চিত করার পরে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
এদিকে ইমিগ্ৰেশন বিভাগের মহাপরিচালক সাংবাদিকদের জানান, ডকুমেন্টেশন এবং টিকিট ক্রয়ের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিবাসন ডিটেনশন ডিপোতে রাখা হবে এবং ২৫ বছর বয়সী মো. রায়হান কবিরকে নিজ দেশে ফেরার সময়কালটি দুই থেকে তিন সপ্তাহ হতে পারে।
মালয়েশিয়ায় বসবাসরত অভিবাসীদের প্রতি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক চলতি লকডাউনে বৈষম্যমূলক ও বর্ণবাদী আচরণ করা হয়েছে বলে ‘লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন’ শিরোনামে ২৫ মিনিটের একটি ডকুমেন্টারি কয়েক সপ্তাহ আগে আল-জাজিরা টেলিভিশনে প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। সেখানে রায়হান সাক্ষাৎকার দিয়েছিলেন। এতে বিপাকে পড়ে গেছেন তিনি। ১২ জুলাই তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়। মিথ্যা তথ্য দিয়ে মালয়েশিয়ার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ করা হয় । মামলা করা হয়েছে আল-জাজিরার বিরুদ্ধেও।
রায়হান কবিরের বাড়ি নারায়নগঞ্জের বন্দর উপজেলা। তার বাবা শাহ আলম চাকরি করেন পোশাক শিল্পে। তোলারাম কলেজ থেকে ২০১৪ সালে এইসএসসি পাশ করেন রায়হান। এরপর চলে যান মালয়েশিয়ায়।