Home Second Lead আসন্ন দুই আইপিও’র ১৫ শতাংশ কর্মীদের জন্য

আসন্ন দুই আইপিও’র ১৫ শতাংশ কর্মীদের জন্য

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ইউনিয়ন ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মীরা আইপিওর ১৫ শতাংশ শেয়ার পাবেন।

ব্যাংক ও বিমা খাতের কোম্পানি দুটির আবেদনের পরিপ্রেক্ষিতে বিশেষ বিবেচনায় আইপিও শেয়ারের একটি অংশ কর্মীদের মধ্যে বরাদ্দের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

পাবলিক ইস্যু বিধিমালায় গত ১৯ জুলাই সংশোধন এনে গেজেট প্রকাশ করে এসইসি, যেখানে আইপিও অনুমোদনের পর আইপিওর মোট শেয়ারের ১৫ শতাংশ প্লেসমেন্ট হিসেবে বিক্রির সুযোগ রাখা হয়েছে। পাবলিক ইস্যু বিধিমালার সংশোধনীর সুযোগ নিয়ে নিজ প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে আইপিওর ১৫ শতাংশ শেয়ার বরাদ্দের জন্য কমিশনের কাছে আবেদন জানায় কোম্পানি দুটি। কমিশনের সম্মতিতে আইপিও শেয়ার বরাদ্দে পরিবর্তন আনায় এখন দুই কোম্পানিকেই প্রসপেক্টাস সংশোধন করে এসইসিতে জমা দিতে হবে। ইউনিয়ন ব্যাংক ও ইউনিয়ন ইন্স্যুরেন্স কর্মীদের মধ্যে আইপিওর যে শেয়ার বরাদ্দ দেবে, তাতে দুই বছরের বিক্রি বা হস্তান্তর নিষেধাজ্ঞা (লক-ইন) দিয়েছে কমিশন।

পাবলিক ইস্যু বিধিমালা সংশোধনীর আগেই ইউনিয়ন ইন্স্যুরেন্সের আইপিওর অনুমোদন দেওয়া হয়। ২৩ জুন এসইসি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আইপিওর অনুমোদন দেয়। ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজার থেকে ১৯ কোটি ৩৬ লাখ টাকা সংগ্রহ করবে। এখন আইপিওর শেয়ার থেকে ২৯ লাখ ৪ হাজার ১৩৫টি শেয়ার কর্মীদের মধ্যে বরাদ্দ দেবে।