দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও শক্তি অর্জন করে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়েও পরিণত হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও শক্তি অর্জন করে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়েও পরিণত হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।
দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও শক্তি অর্জন করে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়েও পরিণত হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, দক্ষিণ আন্দামান সাগরে আগামী ৬ থেকে ৭ মে’র মধ্যে একটি লঘুচাপ তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট লঘুচাপের পর ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতসহ বাংলাদেশের উপকূলে চলতি মাসের ১০ থেকে ১২ মের মধ্যে আঘাত হানতে পারে। লঘুচাপটি তৈরি হলে বাংলাদেশ থেকে এর দূরত্ব হবে আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটার। এর জন্ম হওয়ার পরে সুনির্দিষ্ট লঘুচাপ বা ঘূর্ণিঝড় হবে কি না সেটি এ মুহূর্তে বলা যাবে না। তবে তৈরি হতে যাওয়া লঘুচাপটি থেকে শক্তি অর্জন করে ঘূর্ণিঝড় হওয়ার সুযোগ রয়েছে।
ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আসানি’। ঘূর্ণিঝড়ের নামটি শ্রীলঙ্কার দেওয়া।
আবহাওয়া অধিদপ্তর (IMD) এ পর্যন্ত ১৬৯টি ঝড়ের নাম প্রকাশ করেছে। এই নামগুলি এপ্রিল ২০১৯-এ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের (WMO) একটি প্যানেল দ্বারা অনুমােদিত হয়েছিল। তালিকা অনুযায়ী ঠিক করা হয়েছিলো জাওয়াদের পর পরবর্তী ঝড়ের নাম হবে ‘আসানি। এই নামটি শ্রীলঙ্কা দিয়েছে। আসানি শব্দটির অর্থ – সহজভাবে। কিন্তু এই অশনি বা আসানি এর অর্থ বজ্র ।
এর পর থাইল্যান্ডের সিত্রং’, সংযুক্ত আরব আমিরাতের মেস’ এবং ইয়েমেন থেকে মােচা’- নামকরণ করা হয়েছে।
বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে অনেকগুলো সুপার সাইক্লোনে রূপ নিয়েছিল। তবে এটাও সত্য যে, ঘূর্ণিঝড়গুলো উপকূলে আসতে আসতে অনেকটাই দুর্বল হয়ে যায়। যেহেতু এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, সেহেতু এর তীব্রতা এই মুহূর্তে অনুমান কেবল। তবে এটি যদি তৈরি হয়, তাহলে এর তীব্রতা বেশি হবে বলে আবহাওয়াবিদদের আশংকা।
এই লঘুচাপটি যেই জায়গায় তৈরি হয়েছে, সেখান থেকে বাংলাদেশ উপকূলে আসতে ১০ দিন সময় লাগবে। আগামী ১০ থেকে ১১ মে’তে উপকূলে আঘাত হানতে পারে।