Home First Lead আড়াইহাজারে বিনিয়োগে প্রস্তুত জাপানিজ অর্থনৈতিক অঞ্চল

আড়াইহাজারে বিনিয়োগে প্রস্তুত জাপানিজ অর্থনৈতিক অঞ্চল

মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিজনেসটুডে২৪ পতিনিধি

ঢাকা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে গড়ে ওঠা জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে ৪০ বিদেশি কোম্পানি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এসব কোম্পানি সেখানে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করবে। বাংলাদেশের টাকার মূল্যমানে যা ১৫ হাজার কোটি টাকা বা তারও বেশি। বিনিয়োগের জন্য প্রস্তুত ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন (জাপানিজ অর্থনৈতিক অঞ্চল)’ আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাচ্ছেন।

রবিবার নগরীর বেজা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব তথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাউয়াচি, জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক সালেহ আহমেদ, বেজার নির্বাহী সদস্য ইরফান শরীফ, আবদুল আজীম চৌধুরীসহ অন্যরা।

শেখ ইউসফ হারুন বলেন, ‘কভিড-১৯ মহামারী এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়লেও বেজা তার উন্নয়ন কার্যক্রম স্বাভাবিক রাখার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী গত ২০ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে প্রথমবারের মতো ৪টি শিল্পের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করেছেন, যার মধ্যে ছিল ভারতের এশিয়ান পেইন্টস, জাপানের নিপ্পন স্টিল, বাংলাদেশ ম্যাকডোনাল্ড ও টি কে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামুদা কনস্ট্রাকশন লিমিটেড।

তিনি জানান, পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১৫০ কোটি ডলার বিনিয়োগ হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। সেখানে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।