বিজনেসটুডে২৪ ডেস্ক
একবার ব্যবহার করা এমন প্লাস্টিকজাত পদার্থ যেমন থালা, চামচ, কাপ ইত্যাদি নিষিদ্ধ করতে চলেছে ইংল্যান্ড।
ব্রিটেনের পরিবেশমন্ত্রী জর্জ হিউস্টিস বলেন, ‘পরিবেশ এবং সামুদ্রিক জীবনকে বাঁচাতে প্লাস্টিকের ব্যবহার কমাতে চাই। প্লাস্টিকের স্ট্র, স্টিকার এবং কটন বার্ডের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। কাটলারি, বেলুন স্টিক বন্ধ করে বিকল্প হিসেবে কাঠের উপকরণ ব্যবহার করার জন্য পরীক্ষা চলছে।’ আগামী ১২ সপ্তাহের মধ্যেই একবার ব্য়বহারের জন্য উপযুক্ত প্লাস্টিকজাত পদার্থ বন্ধ করতে চায় ইংল্য়ান্ড সংকার।
আনুমানিক ১.১ বিলিয়ন একবার ব্যবহারযোগ্য থালা ও ৪.২৫ বিলিয়ন কাটলারি আইটেম (যা অধিকাংশই প্লাস্টিক) প্রতিবছর ব্যবহৃত হয় ইংল্যান্ডে।