Home চট্টগ্রাম সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ফেস্ট ২.০

সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ইইই ফেস্ট ২.০

চট্টগ্রাম: প্রযুক্তি ও উদ্ভাবনকে উৎসাহিত করতে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে সম্প্রতি স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিননগরে অনুষ্ঠিত হলো ইইই ফেস্ট ২.০।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উদ্যোক্তা প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক প্রকৌশলী ড. মোজাম্মেল হক, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী। এছাড়াও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চারটি প্রধান ইভেন্টে রোবোসকার, লাইন ফলোয়িং রোবট, সার্কিট সল্ভিং ও প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ইইই ফেস্টে রোবোসকার প্রতিযোগিতায় এ কে খান ইউসেপ পলিটেকনিক ইন্সটিটিউট এর টিম হোয়াইট ওয়াকার, লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম এর টিম হ্যালোজেন, সার্কিট সলভিং প্রতিযোগিতায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাক্ষর পাল এবং প্রজেক্ট শোকেসিং প্রতিযোগিতায় সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষার্থী তৌহিদুর রহমান এবং শওকত ওসমান রাকি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

প্রতিযোগিতা শেষে ইইই বিভাগের শিক্ষার্থীরা এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নাচ, গান এবং নাট্য পরিবেশন এর মাধ্যমে শিক্ষার্থীরা দর্শকদের মনোমুগ্ধ করেন। সন্ধ্যায় এক বিশেষ কনসার্ট এর মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামানো হয়।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশের পাশাপাশি সৃজনশীল চিন্তাধারাকে উৎসাহিত করেছে বলে মনে করছেন আয়োজকরা। ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা আরো ব্যাপক পরিসরে আয়োজনের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা।

এ আয়োজনে স্পন্সর হিসেবে সহযোগিতা করে ড্রোন বাবা (টাইটেল স্পন্সর),জিজি আইল্যান্ড (পাওয়ার্ড বাই), দ্যা ইংলিশ একাডেমি (এসোসিয়েটেড),ডেল্টা ইমিগ্রেশন (এসোসিয়েটেড), চিটাগাং ট্রাস্ট পিএলসি অটোমেশন টেকনোলজি (এসোসিয়েটেড), এলিট আই কেয়ার (এসোসিয়েটেড), ফোকাস পয়েন্ট (ফটোগ্রাফি) এবং মিডিয়া পার্টনার সি ভয়েস ২৪। -সংবাদ বিজ্ঞপ্তি