বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংকক থেকে আসা ইউএস বাংলার ফ্লাইট থেকে প্রায় ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ স্বর্ণগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, থাইল্যান্ডের ব্যাংকক থেকে ইউএস বাংলার একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে ফ্লাইটটির ১৪-এ ও ১৫-এ এর সিটের নিচে খুব সূক্ষ্মভাবে লুকানো দুটি দুটি বান্ডিল লক্ষ্য করা যায়। পরে সেগুলো খুললে সেখানে স্বর্ণ পাওয়া গেছে।
দুটি বান্ডেল থেকে মোট ৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম। সর্বমোট ৬ দশমিক ৯৬ কেজি স্বর্ণ উদ্ধার করা হয় যার মূল্য প্রায় ৭ কোটি টাকা।