Home আন্তর্জাতিক ইউক্রেনীয় তরুণীর ইসলাম গ্রহণ

ইউক্রেনীয় তরুণীর ইসলাম গ্রহণ

ইসলাম গ্রহণ করেই কুরআনে চুমু ইউক্রেনীয় তরুণীর

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইসলাম গ্রহণ করেছেন এক ইউক্রেনীয় তরুণী। দেশটির বন্দর নগরী ওডেসার আল-মিসার মসজিদে ইসলাম গ্রহণ করেন তিনি। এ সময় কালিমায়ে শাহাদাত পাঠ করার পর আবেগাপ্লুত হয়ে পবিত্র কুরআনে কারিমে চুমু খান ওই তরুণী।

রবিবার ‘মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ এক ফেসবুক পোস্টে তার ইসলামে প্রবেশের বিষয়টি নিশ্চিত করে।

ওই ইউক্রেনীয় তরুণীর নাম আনাস্তাসিয়া। তিনি ইসলামে দীক্ষিত হওয়ায় মসজিদ কর্তৃপক্ষ তাকে অভর্থনা জানিয়েছে।

এদিকে ইসলাম গ্রহণ করে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ প্রশংসিত হচ্ছেন আনাস্তাসিয়া। নতুন জীবনের জন্য তাকে শুভ কামনা জানিয়েছেন অনলাইনে সক্রিয়রা।

ইউক্রেনের জনসংখ্যা ও মুসলিম
ছয় লাখ তিন হাজার ৬২৮ বর্গমাইলের এই দেশের জনসংখ্যা প্রায় ৪৩ মিলিয়ন। এদের বেশিরভাগ মানুষ খ্রিস্টান। ইসলাম দেশটির চতুর্থ বৃহত্তম ধর্ম। তাদের মোট জনসংখ্যার ০.৬ থেকে ০.৯ শতাংশ মানুষ এই ধর্ম পালন করে। কারো কারো মতে অবশ্য ১ থেকে ২ শতাংশ মানুষ ইসলামধর্ম পালন করে।

১৫ শতাব্দীতে ক্রিমিয়ার খানাট প্রতিষ্ঠার আগে থেকেই এখানে ইসলাম ধর্মাবলম্বীর অস্তিত্ব ছিল। এ অঞ্চলের বেশিরভাগ মুসলমান মূলত ক্রিমিয়ান তাতার। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউক্রেনে অবশ্য কিছু তুর্কি আদিবাসীও রয়েছে। আরো আছে ভলগা, আজারিস, উত্তর ককেশীয় নৃগোষ্ঠী ও উজবেকরাও।

 

সূত্র : মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ও অন্যান্য