বিজনেসটুডে২৪ ডেস্ক
কিয়েভের আকাশে ছেয়ে গেছে ‘আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস’ (ইউএফও)। মিনিটে মিনিটে আকাশে দেখা যাচ্ছে উড়ন্ত চাকি (UFO)। আবার নিমেষে মিলিয়েও যাচ্ছে। ইউক্রেনের ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সের জ্যোতির্বিজ্ঞানীরা এই খবর দিয়েছেন।
ভিনগ্রহের প্রাণী আছে না নেই, এ নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। ভিন্গ্রহীদের নিয়ে নানা ছবিও হয়ে গিয়েছে। কিন্তু আদতে এর অস্তিত্ব আছে কি না তা নিয়ে বিস্তর সংশয় রয়েছে। তবে মাঝেমধ্যেই খবর শোনা যায়, আকাশে ভেসে বেড়াতে দেখা গিয়েছে অদ্ভুত যান। যেগুলিকে ভিনগ্রহীদের যান বা ইউএফও (UFO) বলে দাবি করা হয়েছে। আচমকা ইউক্রেনের আকাশে এমন ইউএফও দেখা যাওয়ায় ফের জল্পনা তুঙ্গে উঠেছে।
ইউক্রেনের জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, কিয়েভের আকাশে ছেয়ে গেছে এমন ইউএফও। প্রতি সেকেন্ডে তাদের গতি ৩ থেকে ১৫ ডিগ্রি। বিজ্ঞানীরা বলছেন, এই অদ্ভুত দেখতে যানগুলো মাঝে মাঝে আকাশে উদয় হচ্ছে আবার সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যাচ্ছে। ভিডিওতে তাদের ঠিকমতো ধরা যাচ্ছে না। ইউক্রেনের আকাশে ইউএফও নিয়ে বিশ্বজুড়েই হইচই শুরু হয়ে গেছে।
আমেরিকা অবশ্য ইউএফও (UFO) বলে মানতে রাজি নয়। পেন্টাগন জানিয়েছে, আসলে সেগুলো শত্রুদের নজরদারি ড্রোন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৯ মাস কেটে গেছে। ইউক্রেন এখন পাল্টা আক্রমণে রাশিয়ার দখল থেকে নিজেদের শহরগুলোকে উদ্ধার করা শুরু করেছে। ধীরে ধীরে পিছু হটছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনের নানা প্রান্তে নজরদারি চালাতেই এমন ড্রোন ওড়ানো হয়েছে।
আমেরিকার নৌ ও বিমানবাহিনীর পাইলটরা গত দু’দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সময়ে দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকার আকাশে এই ধরনের বহু উড়ন্ত চাকি দেখতে পাওয়ার ঘটনার কথা জানিয়েছিল। সেই সব ঘটনায় উড়ন্ত চাকিগুলিকে কী ভাবে দেখা গিয়েছিল, তার ছবিও জমা পড়ে পেন্টাগনে। সেই সময়েই এ ব্যাপারে তদন্তের দাবি ওঠে। মার্কিন প্রতিরক্ষা দফতর দাবি করে, এগুলো হতে পারে অন্য দেশের সামরিক বাহিনী বা গোয়েন্দাদের পাঠানো কোনও নজরদারি যান যা দেশের প্রতিরক্ষা কৌশল, সেনাবাহিনীর অবস্থান আঁচ করার চেষ্টা করে। যদিও এই ব্যাপারে কোনও কিছুই এখনও প্রমাণিত হয়নি। এয়ারবোর্ন অবজেক্ট আইডেন্টিফিকেশান অ্যান্ড ম্যানেজমেন্ট সিনক্রোনাইজেশন গ্রুপ নামে একটি আলাদা দফতরই আছে পেন্টাগনে। সেখানে এই ইউএফও-র রহস্য নিয়ে তদন্ত করছেন মার্কিন গোয়েন্দারা।