রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নদিমপুরের ইউনুচ-আলমাচ স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পদে চট্টগ্রাম বোর্ড বিশিষ্ট সমাজসেবক মো. রেজাউল করিম আজাদকে অনুমোদন দিয়েছে।
রেজাউল করিম আজাদ বাংলাদেশ এগ্রো কমোডিটি ইম্পোটার্স এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির ট্রেজারার। গত ২০ জুলাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রা- এর বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত পরিপত্রে তাকে পুনরায় সভাপতি পদে অনুমোদন দেয়া হয়েছে।
প্রচেষ্টায় ইউনুচ-আলমাচ স্কুল এন্ড কলেজ সম্প্রতি সরকার কর্তৃক এমপিও ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তার মা-বাবার নামে এই প্রতিষ্ঠান। তাদের পারিবারিক অর্থায়নে পরিচালিত হচ্ছে। তিনি শহর সমাজ সেবা প্রকল্প পরিষদ নং ১ এর যুগ্ম সম্পাদক, নদিমপুর ছৈয়দিয়া ইউনুছিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালনা কমিটির সভাপতি, নদিমপুর দিঘির পাড় শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, খাতুনগঞ্জ আমির মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক । চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কোভিড রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে করোনা ওয়ার্ড চালু করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।–সংবাদ বিজ্ঞপ্তি