Home জাতীয় ইউপি নির্বাচন: মার্চে হচ্ছে না ৭০০ ইউপির ভোটগ্রহণ

ইউপি নির্বাচন: মার্চে হচ্ছে না ৭০০ ইউপির ভোটগ্রহণ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চূড়ান্ত ভোটার তালিকা অপ্রস্তুতসহ নানা কারণে ২১ মার্চের মধ্যে সাড়ে ৭০০ ইউপির ভোটগ্রহণ করছে না নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান ।

তিনি বলেন, ‘নানান কারণে মার্চে ভোট করা সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা। ফলে পুরাতন ভোটার তালিকা দিয়ে ভোট করলে জটিলতা হতে পারে। ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কারণে স্কুল কলেজ ফাঁকা নাও পাওয়া যেতে পারে।’

জানা যায়, ৪ হাজার ৫৭১টি ইউপির মধ্যে ৪ হাজার ১০০ মতো ইউপিতে ভোট হবে। আর ২০০ ইউপিতে মামলা জটিলতার কারণে ভোট হবে না। এছাড়া আগের মতো আসন্ন ইউপির ভোটগ্রহণ হবে দলীয় প্রতীকে।