আন্তর্জাতিক: ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) ওষুধ সংস্থা মার্কিন কোম্পানি মডার্নার উদ্ভাবিত করোনা ভ্যাকসিনকে অঞ্চলটিতে ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
বুধবার সংস্থাটির বৈঠকে এই বিষয়ে সবুজ সংকেত দেওয়া হতে পারে।
এতে করে ২৭ দেশের ব্লকটিতে ফাইজারের পর আরেকটি ভ্যাকসিন প্রয়োগের পথ সুগম হবে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।
ইএমএ ইতোমধ্যে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মানির বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে এবং প্রয়োগ শুরু হয়েছে। উভয় ভ্যাকসিনেরই দুটি ডোজ নিতে হয়।
ইউরোপীয় ওষুধ সংস্থা ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সির (ইএমএ) মানব ওষুধ কমিটির এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন অঞ্চলটির একাধিক দেশে সংক্রমণের হার বাড়ছে। একই সঙ্গে ৪৫০ মিলিয়ন জনগণের জন্য ভ্যাকসিন কর্মসূচি মন্থর গতিতে এগুচ্ছে বলে সমালোচনা চলছে।
বৈঠকের আগে মডার্নার পক্ষ থেকে এক টুইট বার্তায় বলা হয়েছে, ইএমএ বিশেষজ্ঞরা কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করছেন। তবে ইস্যুগুলো কী তা জানাতে অস্বীকৃতি জানিয়েছে মডার্না।
মডার্নার ভ্যাকসিনের চূড়ান্ত পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল এখনও চলছে। তবে অন্তবর্তী ফলাফলে ভ্যাকসিনটি নিরাপদ ও শক্তিশালী সুরক্ষা প্রদান করে।
-বিজনেসটুডে২৪ ডেস্ক