বিজনেসটুডে২৪ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার মহম্মদ ইউসুফ ধর্ম পরিবর্তন নিয়ে একবার বিতর্কিত কথা বলেছিলেন। তাঁর দাবি ছিল, ২০০৬ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণেই ভাল ব্যাটিং করতে পেরেছেন। প্রসঙ্গত, ২০০৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ইউসুফ।
পাকিস্তান ক্রিকেট দলের হয়ে যখন তিনি কেরিয়ার শুরু করেছিলেন, সেইসময় নাম ছিল ইউসুফ ইয়োহানা। চতুর্থ খ্রীষ্টান ক্রিকেটার হিসেবে তিনি পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন। ২০০৪ সালে প্রথম কোনও অ-মুসলিম ক্রিকেটার হিসেবে পাকিস্তানকে নেতৃত্বও দিয়েছিলেন।
কিন্তু, ২০০৫ সালে পাকিস্তানের এই প্রাক্তন ব্যাটার ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং নিজের নাম বদলে মহম্মদ ইউসুফ রাখেন। সেইসঙ্গে স্ত্রী তানিয়ার নামও বদলে ফতিমা করে দেন। ওই বছরই ইউসুফ লাহোরে ভারতের বিরুদ্ধে ১৯৯ বলে ১৭৩ রান করেছিলেন। এরপর ২০০৬ সালে ইংল্যান্ড সফরেও পাকিস্তান ক্রিকেট দলের হয়ে তিনি বেশ ভাল পারফরম্যান্স করেছিলেন। এমনকী, এক ক্যালেন্ডার ইয়ারে তিনি ভিভ রিচার্ডসের রানের রেকর্ডও ভেঙে দেন। ইউসুফ ১,৭৮৮ রান করেছিলেন। অন্যদিকে, ভিভ ১,৭১০ রান করেন।
এরপর উইজডেনকে একটি ইন্টারভিউ দিতে গিয়ে তিনি বলেন, ‘এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই হতে পারে না। যদি অনুশীলনে কথাই বলেন, তাহলে ২০০৬ সালে আমি আলাদা কিছু করিনি। ২০০৫ সালের শেষদিকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম। প্রথমবার নমাজ পড়েছিলাম। এরপর আমি দাড়ি বাড়াতে শুরু করি। আমি মনের মধ্যে একটা আলাদা শান্ত অনুভব করতে থাকি। মানসিকভাবে যে কোনও চ্যালেঞ্জ আমি স্বীকার করতে পারতাম।’
সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘২০০৬ সালে আমি যে ফর্মে ব্যাট করেছি, সেটা আসলে ঈশ্বরের উপহার ছিল। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম বলেই এই উপহারটা পেয়েছিলাম। আমি কোনওদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে ভিভিয়ান রিচার্ডসের রেকর্ড ভাঙতে পারব। কিন্তু, মানসিকভাবে আমি শান্ত থাকার কারণে নিজের সেরা ফর্মটা উজাড় করে দিতে পেরেছিলাম। কোনও প্রতিবন্ধকতাই আমাকে আটকাতে পারেনি।’