Home আকাশপথ ভ্রমণে উৎসাহিত করতে এমিরেটসের বিশেষ ছাড়

ভ্রমণে উৎসাহিত করতে এমিরেটসের বিশেষ ছাড়

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ভ্রমণে উৎসাহিত করার জন্য দুবাই ভিত্তিক এমিরেটস এয়ারলাইন বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের জন্য ইকোনমি ও বিজনেস উভয় শ্রেণিতে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে। ৩০ জুন, ২০২১ এর মধ্যে টিকিট ক্রয়কারী যাত্রীরা বুকিং-এর ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে এবং সাথে রয়েছে টিকিটের বৈধতা ২ বছর পর্যন্ত বৃদ্ধির সুযোগ।

১ ডিসেম্বর থেকে টিকিট ক্রয়কারী যাত্রীরা বিনা খরচে মাল্টি-রিস্ক ও কোভিড-১৯ বীমা কভারেজ পাচ্ছেন। বিশেষ অফার পেতে হলে গ্রাহকদের ১৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে টিকিট ক্রয় এবং ২০ জানুয়ারি থেকে ৩০ জুনের মধ্যে ভ্রমণ করতে হবে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে দুবাই বা ভায়া দুবাই ভ্রমণকারীরা সংযুক্ত আরব আমিরাতে তিন শতাধিক রেস্টুরেন্ট এবং বিশ্বমানের ৩৫টি হোটেলের স্পাতে বিশেষ মূল্যছাড় পাবেন। এ ছাড়াও থাকবে অন্যান্য সুবিধা। এ জন্য যাত্রীদের ‘মাই এমিরেটস পাস’ দেখাতে হবে, যা মূলতঃ এমিরেটস বোর্ডিং পাস এবং সাথে যে কোন বৈধ পরিচয়পত্র।

বিশেষ অফারে ইকোনমি শ্রেণিতে সকল ট্যাক্সসহ সর্বনিম্ন রিটার্ন ভাড়া হবে: লন্ডন ৬৭ হাজার ৪৪৪ টাকা, মিলান ৫৮ হাজার ৬৮৭ টাকা, নিউইয়র্ক ৭৪ হাজার ৪৩২ টাকা, টরন্টো এক লাখ ৭ হাজার ৬৯১ টাকা এবং দুবাই-৫০ হাজার ২৬৭ টাকা। অন্যদিকে বিজনেস শ্রেণিতে সকল ট্যাক্সসহ সর্বনিম্ন রিটার্ন ভাড়া পড়বে : লন্ডন- ২ লাখ ৩৬ হাজার ৯৬ টাকা, মিলান ২ লাখ ৭ হাজার ৪৬৮ টাকা, নিউইয়র্ক ২ লাখ ৯২ হাজার ৯৩১ টাকা, টরন্টো ২ লাখ ৯৪ হাজার ১৯৪ টাকা এবং দুবাই ১ লাখ ২ হাজার ৮০৮ টাকা।

ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অবস্থিত এমিরেটস অফিস, ট্রাভেল এজেন্ট বা www.emirates.com/bd ওয়েবসাইটের মাধ্যমে টিকিট ক্রয় করা যাবে।