রোটারির উদ্যোগে ইঞ্জিনিয়ার আলী আশরাফের শোকসভা
রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর উদ্যোগে অধ্যাপক ইঞ্জিনিয়ার আলী আশরাফের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বিকেল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ছয় তলায় এই শোকসভা অনুষ্ঠিত হয়।
লে. গভর্ণর এস এম হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ এর সম্মানিত গভর্ণর ড. বেলাল উদ্দিন আহমেদ। এতে অংশগ্রহণ করেন রোটারিয়ান, ইঞ্জিনিয়ার এবং অধ্যাপক আলী আশরাফেরপরিবারের সদস্যরা ।
রোটারি ক্লাব অব ইসলামাবাদের সাবেক সভাপতি রোটারিয়ান বোরহান উদ্দিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অধ্যাপক ইঞ্জিনিয়ার আলী আশরাফের জীবন বৃত্তান্ত পাঠ করেন চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান ফাতেমা জেবুন্নেসা এবং ইঞ্জিনিয়ার আলী আশরাফের একটি জীবন ভিত্তিক ভিডিও প্রদর্শন করেন পাস্ট প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার রোটারিয়ান আলতাফ মোহাম্মদ হান্নান ও রোটারেক্ট প্রেসিডেন্ট মোহাম্মদ সিনান।
তাঁর অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণ করেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ। সেই সাথে অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার আলী আশরাফের ছোট ছেলে জুনায়েদ বক্তব্য দেন।
প্রধান অতিথি রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ বলেন, সমাজে আলী আশরাফ এর স্থান সহজে পূরণ হবেনা।
এডিশনাল ডিস্ট্রিক্ট সেক্রেটারি হাসিনা আক্তার লিপি বলেন, আশরাফ ভাইকে আমরা যথাযথ সম্মান দিতে পারিনি।
অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন রোটারি ক্লাব অব ইসলামাবাদের সভাপতি রোটারিয়ান শওকত ওসমান, সিনিয়র রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান, পাস্ট প্রেসিডেন্ট এস এম সোলাইমান, রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ জোন কো অর্ডিনেটর রোটারিয়ান মোহাম্মদ ফাহিম, এডিশনাল ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর রোটারিয়ান মেহনাজ তাহসিন শাফি, চট্টগ্রামের অতিরিক্ত কর কমিশনার ও পাস্ট প্রেসিডেন্ট সামিনা ইসলামসহ প্রায় শতাধিক রোটারিয়ান ও রোটার্যাক্টর ।
-সংবাদ বিজ্ঞপ্তি।