Home করোনা আপডেট ইঞ্জিনিয়ার মোশাররফ করোনায় আক্রান্ত

ইঞ্জিনিয়ার মোশাররফ করোনায় আক্রান্ত

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় তার নমুনায় সংক্রমণ শনাক্ত হয়। বর্ষীয়ান এই রাজনীতিক নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।  দুই দিন ধরে শরীরে সামান্য জ্বর ছিলো।  বৃহস্পতিবার সকালে বিআইটিআইডি থেকে একটি টিম নগরীর নন্দনকাননে বাসায় এসে নমুনা সংগ্রহ করে। রাত ৯টার দিকে বিআইটিআইডি ল্যাব থেকে জানানো হয়েছে যে করোনা পজেটিভ। এরপর ডাক্তারের পরামর্শে পাঁচলাইশে পার্কভিউ হাসপাতালে ভর্তি হন তিনি। তবে জ্বর ছাড়া ইঞ্জিনিয়ার মোশাররফের শরীরে আর কোনো উপসর্গ নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

১৯৯৬ সাল ও ২০০৮ সালের নির্বাচন পরবর্তী মেয়াদে দুই দফায় তিনি আওয়ামী লীগ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং বিমান ও পৰ্যটন মন্ত্ৰী হিসেবে দায়িত্ব পালন করেন।