Home পরিবেশ মাটিরাঙ্গায় ৬ ইটভাটা সিলগালা

মাটিরাঙ্গায় ৬ ইটভাটা সিলগালা

অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত মাটিরাঙ্গায়
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
খাগড়াছড়ি: অবৈধ ইটভাটার ব্যাপারে কঠোর অবস্থানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। শুক্রবার ৬টি ভাটা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এগুলো সিলগালা করে দেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে গড়ে তোলা ইটভাটার ব্যাপারে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে শুক্রবার সকালে ভ্রাম্যমাণ অভিযান শুরু করেন।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজ আফরোজা হাবিব শাপলা ৬টি ইটভাটা বন্ধ ঘোষণা করেন। সিলগালা করে দেয়া হয় ভাটাগুলো। সেখানে টাঙ্গিয়ে দেয়া হয়েছে লাল পতাকা।
ভাটাগুলো হলো:
১। মেসার্স এবিএম (ABM) মাটিরাঙ্গা পৌরসভা, ইসলামপু।
২। এ সেভেন সেভেন(A77) নতুনপাড়া।
৩। থ্রি-ফল্ড আর(RRR) নতুনপাড়া।
৪। ট্রিপল ফাইভ(555) ওয়াসু,মাটিরাঙ্গা সদর ইউপি
৫। বিআরএস(BRS)আদর্শ গ্রাম এবং
৬। ট্রিপল সিক্স(666) আদর্শ গ্রাম।
 সহকারী কমিশনার (ভূমি) হাবিব শাপলা জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মেতাবেক ভাটাগুলোর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।