ভারতের বিহারের পূর্ব চম্পারণের এক ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন ছ’জন। ঘটনায় মৃতদের মধ্যে সেই ইটভাটার মালিকও রয়েছেন বলে জানা গিয়েছে। মৃত ইটভাটা মালিকের নাম মহম্মদ ইশার। ঘটনায় আরও অন্তত ১০ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে ঘটনায় এখনও ২০ জনের মতো নিখোঁজ বলে জানা গিয়েছে।
ঘটনাটি ঘটেছে মোতিহারির রামগড়ওয়া এলাকার ইটভাটায়। ঘটনাটি গতকাল বিকেলে ঘটে। বিহার পুলিশের সদর দফতরের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছেছেন। উদ্ধার অভিযানও চলছে।’ ঘটনায় জখম ব্যক্তিদের স্থানীয় এক হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার পরপরই সেখানে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছে যায়। জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তিদের খোঁজে রাতভর তল্লাশি চলে বলে জানা গিয়েছে।
বিস্ফোরণে ছ’জনের মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, সর্বশক্তিমান যেন মৃতদের পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দেন। তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে সকল আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করা হয়। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রামগড়ওয়া থানার নারিরগিরি গ্রামের একটি ভাটার চিমনিতে ইট সেঁকতে গিয়ে আগুন লাগে। সেই সময় বিস্ফোরণ ঘটে। এইসময় ইটভাটার মালিকও সেখানে উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন বলে জানা দাবি করা হয়েছে স্থানীয় সূত্রে।
বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই মোতিহারির ডিএম সহ অন্যান্য আধিকারিক ঘটনাস্থলে রওনা হন। ফায়ার ব্রিগেডের গাড়িসহ প্রায় ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়।
সূত্রের খবর, ৭টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আর ১৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। যদিও সরকারি হিসেবে এখনও ৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে দাবি করা হচ্ছে এখনও ইটভাটায় চাপা পড়ে নিখোঁজ ২০ জন। নিখোঁজ ২০ জনের সন্ধানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। সূত্রের খবর, যারা মারা গিয়েছেন তাদের বেশির ভাগই শ্রমিক শ্রেণির। ঘটনাস্থলে কোনও ধরনের আলোর ব্যবস্থা নেই। এ কারণে সন্ধ্যার পর উদ্ধারকাজ চালাতে সমস্যা হয়। এই আবহে রাতে উদ্ধারকাজ চালাতে গিয়ে হিমশিম খায় প্রশাসন।