করোনায় ইতালিতে এক বছরে ৮৭ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। ইউরোপের মধ্যে সর্বপ্রথম করোনাভাইরাসে আক্রান্তের দেশ ইতালি। করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হওয়ায় খুশি দেশটির সাধারণ মানুষ।
ইতালিতে ১ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের মধ্যে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে।
করোনা আক্রান্তের এক বছরে ইতালিতে আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ২৯ হাজারের বেশি। ১৭ বাংলাদেশিসহ এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ৮৮ হাজার। তবে দেশটিতে শুরু হওয়া ভ্যাকসিন কার্যক্রম ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত যাদের দেহে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে, তাদের ৯৯ ভাগ মানুষের মধ্যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এতে খুশি ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
প্রথম সামনের সারির করোনা যোদ্ধাদের মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু হলেও ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের মধ্যে শুরু হচ্ছে ভ্যাকসিনেশন কার্যক্রম (টিকা)। এ ধাপে ৮০ বছরের বেশি বয়সী নাগরিকরা ভ্যাকসিন গ্রহণের জন্য আবেদন করতে পারবেন।