ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শামীম আহসানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তিনি বর্তমানে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিএস ১১তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আহসান কুয়েত, দোহা, রোম ও ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। নাইজেরিয়ায় রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি ও ইউরোপের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।
ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স করা আহসান কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দুটি বই প্রকাশ করেছেন। তিনি দুই সন্তানের জনক।