Home জাতীয় ইতালিতে নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

ইতালিতে নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

শামীম আহসান

ইতালিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শামীম আহসানকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বর্তমানে নাইজেরিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।  সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিএস ১১তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা আহসান কুয়েত, দোহা, রোম ও ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন পদে কর্মরত ছিলেন। নাইজেরিয়ায় রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সটার্নাল পাবলিসিটি ও ইউরোপের মহাপরিচালক হিসেবে কাজ করেছেন।

ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স করা আহসান কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে দুটি বই প্রকাশ করেছেন।  তিনি দুই সন্তানের জনক।