Home Second Lead পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর

পদত্যাগের ঘোষণা ইতালির প্রধানমন্ত্রীর

ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি

বিজনেসটুডে২৪ ডেস্ক

পদত্যাগের ঘোষণা দিলেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। তিনি বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সার্গিও মাতারেল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মারিওর পদত্যাগে সম্মতি না দিয়ে তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

বৈশ্বিক পরিস্থিতি আর অভ্যন্তরীণ সঙ্কটে ইতোমধ্যে পাকিস্তান, শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছে। যুক্তরাজ্যেও প্রধানমন্ত্রীকে বিদায় নিতে হয়েছে। মারিও দ্রাঘি গত বছর দেশেটির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।

সিএনএন জানায়, ৭৪ বছর বয়সি মারিও দ্রাঘিকে সমর্থনকারী রাজনৈতিক জোট তার প্রতি সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানোর পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, সরকারের পেছনে জাতীয় ঐক্যের জোটের যে সমর্থন ছিল, তা এখন আর নেই।

আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। তার আগে দ্রাঘির সরকারের প্রতি সমর্থনকারী জোটের দলগুলোর মধ্যে বিভেদ বাড়ছে। যে জোট দ্রাঘির প্রতি সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে, সেই ফাইভ স্টার পার্টি চায়, ইউক্রেইন যুদ্ধ মূল্যস্ফীতিকে যেভাবে উস্কে দিয়েছে, তাতে ভুক্তভোগী মানুষের জন্য সরকারি সহায়তা আরও বাড়ানো দরকার।