Home আন্তর্জাতিক বন্দুকবাজের হামলায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩জন নিহত

বন্দুকবাজের হামলায় ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩জন নিহত

বিজনেসটুডে২৪ ডেস্ক

বন্দুকবাজের হামলায় মৃত্যু হল ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বান্ধবীর। ওই হামলায় তিনি ছাড়াও আরও ২ জনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত ৫৭ বছরের প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেলোনির বান্ধবীর নাম নিকোলেটা গোলিসানো। রবিবার রোমের একটি বারে বসে আরও কয়েকজনের সঙ্গে গল্পগুজব করছিলেন তিনি। সেইসময় হাজির হয় ওই প্রৌঢ়। অভিযোগ, সে ভেতরে ঢুকে বন্দুক বার করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় মেলোনির বান্ধবী সহ ৩ জনের। বান্ধবীকে হারিয়ে আবেগঘন পোস্ট করেন প্রধানমন্ত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তাঁর বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। কেন তিনি এমনটা করলেন সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।