কলকাতা: শিল্পপতি রতন টাটা। মালিক টাটা গ্রুপের। আজ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ‘থ্রো ব্যাক থার্সডে’ নাম দিয়ে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি তাঁর তরুণ বয়সের। তখন তিনি ছিলেন লস এঞ্জেলসে। ঝকঝকে তরুণের সেই ছবি দেখে উন্মাদনা শুরু হয়েছে ইন্টারনেটে। ভক্তদের মন ছুঁয়ে গেছেন রতন টাটা। ক্যাপশনে তিনি লিখেছেন, একজনের কাছে ‘থ্রো ব্যাক থার্সডে’-র কথা শুনলাম। তাই ছবিটা পোস্ট করেছি। ‘থ্রো ব্যাক থার্স ডে’ হল ইন্টারনেটে একটা ট্রেন্ড। ‘থ্রো ব্যাক থার্সডে’ নাম দিয়ে বিশ্ব জুড়ে অনেকেই পুরানো ছবি পোস্ট করেন।
রতন টাটা বলেছেন, “আমি ভেবেছিলাম, বুধবারই ছবিটা পোস্ট করব। কিন্তু একজনের কাছে থ্রো ব্যাক থার্সডে-র কথা শুনে বৃহস্পতিবারি পোস্ট করলাম।” ছবিতে টি শার্ট পরা রতন টাটাকে দেখা যাচ্ছে, তিনি হাসি হাসি মুখে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন।
রতন টাটা কিছুদিন লস এঞ্জেলিসে জনস অ্যান্ড ইম্মনস কোম্পানিতে কাজ করেছিলেন। ১৯৬২ সালের শেষদিকে তিনি ভারতে ফিরে যান।
টাটা গ্রুপের যাত্রা শুরু ১৮৬৮ সালে। রতন টাটা সেই গ্রুপের চেয়ারম্যান হন ১৯৯১ সালে। মোটরগাড়ি নির্মাণ থেকে শুরু করে স্টিল, বেভারেজ, সফটওয়্যার,প্রথম সারির বহু ব্যবসায় বিনিয়োগ করেন। এখন টাটা গ্রুপের ব্যবসায়িক মূল্য ১১০ বিলিয়ন মার্কিন ডলার।
বিজনেসটুডে২৪ ডেস্ক